‘মিউজিক লাউঞ্জ’ নিয়ে আসছেন নীল
নীল হুরেজাহান, ছবি : ফেসবুক থেকে
বেসরকারি টেলিভিশিন চ্যানেল দেশটিভিতে শুরু হচ্ছে নতুন মিউজিক্যাল অনুষ্ঠান ‘কিশোয়ান মিউজিক লাউঞ্জ’। ধারণকৃত এই অনুষ্ঠানে দেশ বরেণ্য ব্যান্ড ও একক শিল্পীরা নিজস্ব গানের পাশাপাশি কালজয়ী বিভিন্ন বাংলা গান কভার করবেন।
প্রতি শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি। এটি উপস্থাপনায় রয়েছেন টেলিভিশনের চেনা মুখ নীল হুরেজাহান।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে নীল হুরেজাহান বলেন, ‘ভালো মানের যে কোনো অনুষ্ঠান উপস্থাপনা করতেই আমার ভালো লাগে। তবে মিউজিকাল অনুষ্ঠানের প্রতি আগ্রহটা অন্যরকম। কারণ এতে গান শোনার পাশাপাশি গান এবং গানের মানুষদের সম্পর্কে অনেক কিছু জানা যায়।’
আগামী শুক্রবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠানটির প্রথম পর্বে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কন্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। এরইমধ্যে পর্বটির রেকর্ডিং হয়ে গেছে। প্রযোজনায় আলমগীর হোসেন।
বিজ্ঞাপন
দেশটিভির মিডিয়া এক্সিকিউটিভ দিগন্ত বাহার বলেন, ‘ভিন্ন একটি ধারণা থেকেই অনুষ্ঠানটি শুরু করা হচ্ছে। প্রতিষ্ঠিত শিল্পীদের কন্ঠে বিখ্যাত বাংলা সব গান অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আমাদের বিশ্বাস। আশাকরি শ্রোতারও উপভোগ করবেন।’
আরআইজে