৯০ কোটিতে বিক্রি হলো ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর হিন্দি স্বত্ব
‘কেজিএফ’-এর প্রথম কিস্তি মুক্তি পায় ২০১৮ সালে। তখন পর্যন্ত জানা ছিল না কন্নর ইন্ডাস্ট্রির ইতিহাস হতে যাচ্ছে এই সিনেমা। লগ্নির ৩৫ গুণ মুনাফা গুনেছিলেন এর প্রযোজক। তাই হয়তো দ্বিতীয় কিস্তি মুক্তির জন্য ৩ বছর অপেক্ষা করতে হয়েছে। যেন নির্মাণে কোনো কমতি না থাকে। ২০২১ সালেই অসমাপ্ত কাহিনির বাকি অংশ দেখবেন দর্শক।
৭ জানুয়ারি (বৃহস্পতিবার) প্রকাশ পেয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার টু’-এর টিজার। প্রথম ঝলকেই মুগ্ধ সবাই। শুধু তাই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ভিউ এই টিজারের।
বিজ্ঞাপন
হিন্দি ভাষাতেও মুক্তি পেয়েছিল ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’। যার স্বত্ব কিনেছিল ‘এক্সেল এন্টারটেনমেন্ট’। এই প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি। এবার দ্বিতীয় কিস্তির হিন্দি স্বত্বও কিনলেন তারা। তবে গতবারের মত স্বল্প খরচে আর সম্ভব হয়নি। এবার ‘এক্সেল এন্টারটেনমেন্ট’কে গুনতে হয়েছে ৯০ কোটি রুপি।
ভারতে এক গণমাধ্যমে নামপ্রকাশে অনিচ্ছুক সিনেমার এক ব্যক্তি জানান, প্রথম কিস্তির চেয়ে ৭ গুণ বেশি অর্থ লগ্নি করতে হয়েছে এবার। তাই স্বত্ব কিনতেও বেশি অর্থ গুনতে হবে সেটাই স্বাভাবিক।
বিজ্ঞাপন
২০২০ সালে মুক্তির কথা ছিল ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর। তবে মহামারি করোনার জন্য থেমে যায় শুটিং। যেই কারণে মুক্তিও পিছিয়ে যায়। দ্বিতীয় কিস্তির বেশিরভাগ কাজ শেষ হয় গত বছর। শেষ লটের শুটিং বাকি ছিল। যা চলতি মাসে শেষ করা হবে। ‘কেজিএফ চ্যাপ্টার ২’তে দেখা যাবে বলিউডের দুই সুপারস্টারকে। তাদের মধ্যে রয়েছেন সঞ্জয় দত্ত ও রাভিনা ট্যান্ডন।
সিনেমার গল্পে দেখা যায় সোনার মাফিয়ার সঙ্গে জড়িয়ে পড়েন রকি (যশ)। এরপর সে কালার গোল্ড ফিল্ডের অত্যাচারী উত্তরাধিকারী গরুড়াকে হত্যা করার জন্য নিযুক্ত হয়। গরুড়াকে শেষ পর্যন্ত মেরে ফেলেন রকি। পরবর্তীতে সেই গোল্ড ফিল্ডে ক্ষমতা কার হাতে যাবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর জন্য।
এমআরএম