বাংলাভিশনে শুরু হচ্ছে মেগা ধারাবাহিক নাটক-‘গুলশান এভিনিউ: সিজন ২’। এ উপলক্ষ্যে আজ রোববার (২৮ নভেম্বর) বেলা ১২টায় বাংলাভিশনের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেলটির চেয়ারম্যান আবদুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, ফিন্যান্স ডিরেক্টর আশরাফ উদ্দিন আহমেদ এফসিএ, ডিরেক্টর আহসানুল বাশার (বাবেল), ডিরেক্টর সৈয়দ এ. কে. একরামুজ্জামান, কন্ট্রোলার অব ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ও হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মোহাম্মদ আমজাদ আমিন, হেড অব প্রোগ্রাম তারেক আখন্দ, হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস্ মো: মাহমুদুল আলম খান, নাটকের পরিচালক নিমা রহমান ও নির্বাহী প্রযোজক তারিক আনাম খান।

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত ‘গুলশান এভিনিউ: সিজন ২’। প্রতি সপ্তাহের ৫ দিন বুধ থেকে রোববার রাত ৮টা ২০ মিনিটে দেখা যাবে নাটকটি।

এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীন সুইটি, দীপা খন্দকার, ফারজানা চুমকি, মিম চৌধুরী, সুব্রত চক্রবর্তী, চৌধুরী মাজহার আলী, শীবা, শতাব্দী ওয়াদুদ, শেলী আহসান, মোঃ সিরাজুল ইসলাম, রিয়াদ রায়হান, তৃষ্ণা হাওলাদার, আফরোজা আক্তার, নিলুফার ইয়াসমিন, অধরা প্রিয়া, নাঈমা আলম মাহা, মোস্তাফিজ শাহিন, জোনায়েদ বোগদাদী, সালমান আরাফাত, বাপ্পা, শ্রাবণ, মুন্না প্রমুখ। 

নাটকটি প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘গুলশান এভিনিউ নাটকের জনপ্রিয়তা সম্পর্কে আমরা সবাই জানি। দেশ-বিদেশে সমানভাবে দর্শকপ্রিয়তা পেয়েছিলো এটি। সম্পর্কের টানাপোড়েন আর এক বনেদি বাড়ির অন্দরের বিচিত্র জীবনের কাহিনী দেখা যাবে এবারের সিজনে। আশা করি, আগের মতো এবারের সিরিজও দর্শকের ভালো লাগবে।’

উল্লেখ্য, ২০১২ সালের শেষ দিকে বাংলাভিশনে ‘গুলশান এভিনিউ’-এর শেষ পর্ব প্রচারিত হয়েছিল।

আরআইজে