নিজের গড়া ব্যান্ড ‘কুঁড়েঘর’সহ এরইমধ্যে নতুন প্রজন্মের কাছে বেশ পরিচিতি পেয়েছেন তরুণ সংগীতশিল্পী তাশরীফ খান। সমসাময়িক নানা বিষয়কে কণ্ঠে ধারণ করেই এতদূর এসেছেন এই গায়ক। পাশাপাশি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নিয়মিত।

তরুণ জনপ্রিয় এই গায়ক আজ সোমবার দিবাগত রাত সোয়া ১২টায় অতিথি হয়ে আসছেন এটিএন নিউজের বিশেষ লাইভ অনুষ্ঠান ‘নিউজ গ্যালারি’তে। অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন রেজওয়ান ফয়েজ। প্রযোজনায় সোহেল হক।

অনুষ্ঠানে সংগীত নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি মানুষের জন্য কাজ করার নানান গল্প শোনাবেন তাশরীফ। পাশাপাশি নতুন কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও শেয়ার করবেন দর্শক-শ্রোতাদের সঙ্গে।

উল্লেখ্য, নতুন বছর উপলক্ষে তাশরীফের একটি উদ্যোগ নেটিজেনদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। গত শনিবার (৮ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন তাশরীফ। সেখানে দেখা যায়, পথশিশু, ভিক্ষুক, রকশাচালক, নিরাপত্ত রক্ষী, পথের দোকানি থেকে শুরু করে রাস্তায় চলাচলকারী স্বল্প আয়ের ও অসহায় মানুষকে একটি করে লাল গোলাপ উপহার দিচ্ছেন এই তরুণ। সেই গোলাপের সঙ্গে একটি করে ৫০০ টাকার নোটও জুড়ে দেন তিনি। যা ওই মানুষদের মনে বাড়তি আনন্দ যুগিয়েছে।

আরআইজে