ছয় বোকাকে নিয়ে কী করছেন ফারুকী?
মোস্তফা সরয়ার ফারুকী, ছবি : সংগৃহীত
দেশের নন্দিত চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সব সময়ই ব্যতিক্রমী সব কাজ উপহার দিয়ে থাকেন। এবার তিনি ছয় বোকাকে নিয়ে ঢাকা শহরের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। সঙ্গে রয়েছে তাঁর পুরো শুটিং ইউনিট। ঢাকার বিভিন্ন রাস্তার মোড়ে, বাড়ির ছাদে, বাস স্ট্যান্ডে, লেকের পাড়ে দেখা গেছে তাঁদের।
এই ছয় বোকা আসলে কারা? কী উদ্দেশ্যে ফারুকী তাদের নিয়ে ঘুরছেন? জানতে চাইলে রহস্যটা নিজের কাছেই জমিয়ে রাখেন তিনি। বলেন, ‘ছয় বোকাকে নিয়ে কী করছি, সেটা সময় হলেই জানতে পারবেন। আপাতত এটুকু বলা যায়, এই ছয় বোকাকে চালাক বানানোর চেষ্টা করছি। কারণ এই যুগে চোখ, কান খোলা না রাখলে চলে না। আগে ওদের একটু চালাক বানিয়ে নিই, পরে বিস্তারিত বলব।’
বিজ্ঞাপন
ফারুকীর কথায় স্পষ্ট কিছুদিন অপেক্ষা করলেই পরিষ্কার হবে পুরো বিষয়টি। ফারুকীর অনুরোধ, সজাগ থাকুন, জানতে পারবেন। তাঁর কথা থেকেই অনুমান করা যায় এবারও দর্শকদের চমৎকার কিছু উপহার দেবেন।
কদিন আগেই আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন এই তারকা নির্মাতা ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমা নির্মাণের ইঙ্গিত দেন। এবার সেটারই বাস্তবায়ন শুরু করলেন কি না সময়ই বলে দেবে!
বিজ্ঞাপন
আরআইজে