দেশের শোবিজ অঙ্গনে এখন নির্বাচনের আমেজ। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পাশাপাশি একইদিন (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। এবার ২১টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৮ জন শিল্পী। তারা প্রত্যেকেই স্বতন্ত্র।

অভিনয়শিল্পী সংঘের এই নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। শুটিংয়ের ব্যস্ততা কাটিয়ে এখন ভোট নিয়ে ব্যস্ত হয়েছেন। শিল্পীদের সঙ্গে কুশল বিনিময় করছেন, ভোট চাইছেন।

নির্বাচনকে উৎসব মনে হয় মৌসুমীর। তার ভাষ্য, ‘আমার তো উৎসব মনে হচ্ছে। আমরা যেমন সাধারণ ভোটারদের কাছে ভোট চাইছি। অন্যদিকে এক প্রার্থী অন্য প্রার্থীর থেকেও ভোট চাইছি। এক কথায় অসাধারণ।’

জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? জবাবে এই অভিনেত্রী বলেন, ‘দেখুন আমার কাছে জয়-পরাজয় বড় কথা না। এই ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে কাজ করছি। সবাই আমাকে খুব ভালো করে জানেন-চেনেন। সম্মানিত ভোটাররা যদি মনে করেন আমি নির্বাচিত হলে তাদের জন্য কিছু করতে ভূমিকা রাখতে পারবো তাহলে আমাকে অবশ্যই ভোট দেবেন।’

মৌসুমী হামিদ আরও বলেন, ‘আমি একজন অভিনয়শিল্পী হিসেবে চাইবো শিল্পীদের স্বার্থরক্ষায়। নির্বাচিত হলে শিল্পীদের উন্নয়নে কাজ করবো। এক্ষেত্রে সবার সহায়তা পাবো বলে আশা করি।’

সোমবার (২৪ জানুয়ারি) বরিশাল থেকে শুটিং সেরে ঢাকায় ফিরেছেন মৌসুমি হামিদ। ফিরেই ব্যস্ত হয়েছেন ভোট নিয়ে। এ বিষয়ে তিনি বলেন, ‘নতুন অভিজ্ঞতা। আসলে কাজের মধ্যে থেকেই প্রচারণা করতে হচ্ছে। শুনলাম পরিচিতজনরাও আমার জন্য ভোট চাইছেন। আমাদের শিল্পীদের ১২ মাসই কাজের মধ্যে থাকতে হয়। এর মধ্যে থেকেই চেষ্টা করছি প্রচারণা করার। গতকাল বরিশাল থেকে একটি নাটকের শুটিং করে এসেছি। ঢাকায় ফিরেই সন্ধ্যায় অনেক ভোটারদের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছি। আজকেও একটি নাটকের শুটিং সেটে আছি। শুটিং সেটেও ভোট ভোট আমেজ পাচ্ছি।

উল্লেখ্য, প্রতি বছরের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খায়রুল আলম সবুজ।

কেআই