আসিফের সঙ্গে নোবেল, ছবি : ফেসবুক থেকে

জি বাংলার ‘সারেগামাপা’ প্রতিযোগিতায় মাধ্যমে দুই বাংলার শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছিলেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। এরপর নানা বিকর্তিক কর্মকাণ্ডের জন্য সমালোচিত হন তিনি। তবে গত কিছুদিন ধরে নোবেলের ফেসবুক পেজে দেখা যাচ্ছে এসব সমালোচিত কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে চাইছেন তিনি। চেষ্টা করছেন নিজের ইমেজটাকে নতুন করে দাঁড় করাতে।

ঠিক এমন সময়ে নোবেল পাশে পেলেন দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরকে। আসিফ বলেছেন তিনি রিস্ক জেনেও নোবেলের পক্ষ নিচ্ছেন। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি ও পেজে নোবেলকে নিয়ে এই মন্তব্য করেন ‘ও প্রিয়া তুমি কোথায়’ খ্যাত গায়ক।

আসিফ আকবর, ছবি : সংগৃহীত 

পোস্টে আসিফ লেখেন, ‘এই ছেলেটা আনপ্রেডিক্টেবল। ও কখন কি করে বসে জানি না। ভালো গার্ডিয়ানশিপ হয়তো এখন পেয়েছে। সাউন্ডটেক নোবেলের গান প্রডিউস করছে, আমি খুশি। নোবেলের নাট আর বল্টু’র সমন্বয়টা আদৌ হবে কিনা জানি না। এখন এই মুহূর্তে তাকে বাধ্য হয়েই ভালোবাসি, কারণ ছেলেটা কন্ঠ ছেড়ে গায়।’ 

নোবেলের কণ্ঠের প্রশংসাও ঝরে আসিফের লেখায়, ‘নোবেলের কন্ঠে নিজের পুরনো দম খুঁজি। ওর তেজস্বী কন্ঠ শুনতে ভালো লাগে। যা গায় দম নিয়ে গায়। মেশিন মুশিনের কাহিনী নাই। দোয়া করি নোবেল যেন অনেক বাংলা মৌলিক গান গাওয়ার সুযোগ পায়।’

মাঈনুল ইসলাম নোবেল, ছবি : সংগৃহীত 

আসিফ আরও লেখেন, ‘রিস্ক জেনেও নোবেলের পক্ষ নিচ্ছি শুধুমাত্র তার তেজস্বী গায়কীর জন্য। নোবেলের কন্ঠ আমাদের সম্পদ। এইবার ঠান্ডা মাথায় চলবে, এই কথা দিয়েছে আমায়। আমরা কিছু বেয়াড়া দোয়া করি তোমার জন্য নোবেল, শুধু গান গেয়ে যাও...ভালবাসা অবিরাম…।’

ব্যক্তি জীবনে আসিফ আকবরের গানের ভক্ত নোবেল। এর আগে আসিফের ‘এখনো মাঝে মাঝে’ গানটি গেয়ে প্রশংসিত হয়েছিলেন। এবার পেলেন আসিফের প্রশংসা।  

কিছুদিন আগেই সাউন্ডটেক থেকে ‘অভিনয়’ শিরোনামে একটি গান-ভিডিও প্রকাশ করে সফলতা পান নোবেল। আসছে ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসবেন তিনি।

আরআইজে