রিহানাকে সমর্থন করায় তাপসীকে কটাক্ষ কঙ্গনার
ভারতে কৃষক আন্দোলন চলছে অনেকদিন ধরে। বলিউডের অনেক তারকা এর সমর্থন জানিয়েছেন। অনেকে আবার পড়েছেন বিতর্কের তোপে। সম্প্রতি আন্দোলনকারীদের সমর্থনে টুইট করেছেন মার্কিন পপ তারকা রিহানা।
কিন্তু এই ভালো সইলো না কঙ্গনা রানাওয়াতের। তার বিরুদ্ধে মন্তব্য করেছেন বলিউডের কুইন খ্যাত এই তারকা। রিহানার এই সমর্থনকে প্রোপাগান্ডার ও দেশ বিরোধী বলা হচ্ছে। কঙ্গনা বলেন, “পপ গায়িকা রিহানা একজন ‘পর্ন স্টার’। যাকে টাকা দেওয়া হয়েছে কৃষক আন্দোলনকে সমর্থন করে লেখা বা বলার জন্য।”
বিজ্ঞাপন
কঙ্গনা ছাড়াও বলিউডের অনেক তারকা বিরোধীতা করেছেন রিহানার। আর এতে ক্ষেপেছেন তাপসী পান্নু। তিনি বলেন, ‘যদি একটি টুইট আপনাদের ঐক্যকে বিড়ম্বনায় ফেলে, বিশ্বাসকে দূর্বল করে। তাহলে আপনাদের সিস্টেম ঠিক করার দিকে নজর দেওয়া উচিত। প্রোপাগান্ডা শিক্ষক হওয়ার দরকার নেই।’
তাপসীর এই টুইট নজরে পড়েছে কঙ্গনার। সেই টুইট শেয়ার করেন আবারও বেফাঁস মন্তব্য করলেন তিনি। পালটা উত্তরে কঙ্গনা বলেন, ‘বি গ্রেড লোকের বি গ্রেড চিন্তাভাবনা। প্রত্যেকের উচিত নিজের দেশ কিংবা পরিবারের পাশে দাঁড়ানো। এটাই কর্ম, এটাই ধর্ম। বিনামূল্যে খাবার খেয়ে শুধু দেশের বোঝা হওয়া উচিত না। এইজন্যই আমি এদের বি গ্রেড বলি।’
বিজ্ঞাপন
অন্যদিকে কমেডিয়ান কুণাল কামরা বলিউড তারকাদের কাদা ছোড়াছুড়ি নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘মার্কিন পপতারকার একটা ছয় শব্দের টুইট পুরো দেশকে নাড়িয়ে দিল! যা কিনা এতদিন ধরে চলা কৃষক আন্দোলনও পারলো না। আর তারাই বলে কিনা পশ্চিমী সংস্কৃতি আমাদের উপর প্রভাব ফেলতে পারে না।’
এমআরএম