কণ্ঠশিল্পী তাজ আক্তার দিয়া থাকেন সুদূর যুক্তরাষ্ট্রে। তবে দূরে থাকলেও প্রতিনিয়ত যুক্ত থাকেন দেশের সঙ্গে, দেশের ভাষা ও সংস্কৃতির সঙ্গে। তাই সময়-সুযোগ পেলেই নতুন নতুন গান নিয়ে হাজির হন এই গায়িকা। এ পর্যন্ত বেশ কয়েকটি গান উপহার দিয়েছেন তিনি।

এবার দিয়া নিয়ে এলেন ফোক ধাঁচের একটি গান। যেটার শিরোনাম ‘তোরে চাওয়া’। এটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজন পার্থ মজুমদার। টাইগার মিডিয়ার ব্যানারে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গানটি প্রকাশিত হয়েছে।

এ গানের ভিডিও বানিয়েছেন সাজিন খান। গল্পনির্ভর গানচিত্রটিতে অভিনয় করেছেন পুণ্য রহমান ও আশপিয়া ওহি। বুনো কোকিল ফিল্মসের ব্যানারে নির্মিত এই মিউজিক ভিডিওর চিত্রায়নে ছিলেন শরিফ রানা, সম্পাদনায় ফকরুল ইসলাম।

নতুন গান নিয়ে দিয়া বলেন, ‘এই প্রথম আমি ফোক ধাঁচের গান করলাম। অবশ্য এটা মডার্ন ফোক। চেষ্টা করেছি ভিন্ন কিছু উপহার দিতে। আমার নিজের কাছে গানটি অনেক পছন্দের। সঙ্গে আবার চমৎকার ভিডিও বানানো হয়েছে। আশা করছি, আমার ভালোবাসা দিবসের উপহার দর্শক-শ্রোতারা ভালোবেসেই গ্রহণ করবেন।’

দিয়া জানালেন, করোনার কারণে দীর্ঘদিন গান করতে পারেননি। তবে যেহেতু পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তাই তিনিও ফিরেছেন গানে। নতুন বছরে আরও কয়েকটি গান প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তার।

কেআই