বলিউডের নায়িকা আর ফিটনেস নিয়ে মাথাব্যথা নেই এ তো হতেই পারে না। আর সে নায়িকা যদি হয় দিশা পাটানির মতো কেউ তাহলে তো কথাই নেই। 

সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই নিজের ওয়ার্ক আউটের ভিডিও আপ করেন তিনি। তার এসব ভিডিও দেখে যাতে অন্যরাও ফিটনেসে উদ্বুদ্ধ হন, সে জন্যেই তিনি ভিডিওগুলো শেয়ার করেন। 

কখনও ওয়েট লিফটিং তো কখনও আবার স্পেশাল মুভ ট্রেনিংয়ের ভিডিও শেয়ার করেন দিশা ৷ তার ট্রিপিল কিকের অনুশীলন দেখে তো রীতিমতো অবাক হয়েছে ভক্তরা। 

জিম থেকে ভক্তদের আরও একবার সারপ্রাইজ দিলেন দিশা। এবার তিনি ক্যামেরায় ধরা দিলেন স্ট্র্যাপি ব্যাকলেস এবং হলুদ শর্টসে ৷ ভিডিয়োতে দেখা যাবে ভীষণ সহজে ভারোত্তলনের টাস্ক শেষ করছেন দিশা, যা অনেককেই রীতিমত অবাক করেছে ৷

ভিডিওর ক্যাপশনে অবশ্য কিছুই লেখেননি তিনি, স্রেফ একটা ইমোজি ব্যবহার করেছেন ৷ 

দিশা পাটানির সামনে আপাতত দুটি সিনেমা রয়েছে ‘এক ভিলেন 2’ ও ‘যোদ্ধা’৷

এনএফ