‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে ইতিমধ্যেই ভারতজুড়ে হইচই চলছে। জনপ্রিয়তার কারণেই বিপুল টাকার বাণিজ্য করে ফেলেছে সিনেমাটি। প্রতি দিনই বাড়ছে ব্যবসার পরিধি। কিন্তু এর মধ্যেই ছবিটি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। 

যেমন এক শ্রেণির দাবি, ছবিটি রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আর এক শ্রেণির মত, এটি নিখাদ ইতিহাস। এরই মধ্যে ছবিটি নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ওমর বলেন, এই ছবিতে যা দেখানো হয়েছে, তার অনেক কিছুই সত্যি নয়। তার প্রশ্ন, ‘এটি কি তথ্যচিত্র? তাহলে তো এতে সত্যি ঘটনা দেখানো উচিত। কিন্তু ছবিটি সম্পর্কে তো বলা হচ্ছে, এটি সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি ফিচার ফিল্ম।’ ওমরের প্রশ্ন, তাহলে এটিকে ইতিহাস কেন বলা হচ্ছে?

এখানেই থেমে থাকেননি এ রাজনীতিবিদ। তার অভিযোগ, এই ছবিতে নানা রকম ভুল দেখানো হয়েছে। তার কথায়, ‘যখন কাশ্মীরি পণ্ডিতরা ঘরছাড়া হন, তখন ফারুক আবদুল্লা মুখ্যমন্ত্রী ছিলেন না। তখন জগমোহন ছিলেন জম্মু এবং কাশ্মীরের রাজ্যপাল। আর তখন ভিপি সিংয়ের সরকার ছিল কেন্দ্রে। সেটি ছিল বিজেপি সমর্থিত সরকার।’

তবে এসব বিতর্কের মধ্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর জনপ্রিয়তায় ঘাটতি পড়েনি। রীতিমতো দ্রুতই ছুটছে এই ছবি সাফল্য।

এসকেডি