যৌন হেনস্তার অভিযোগে ফেঁসে যাচ্ছেন গণেশ
বলিউডের খ্যাতিমান নৃত্য পরিচালক গণেশ আচার্য। নব্বই দশকের শুরু থেকে এখনো অব্দি সাফল্যের সঙ্গে কোরিওগ্রাফি করে আসছেন। অসংখ্য সুপারহিট সিনেমার গানে নাচের কাণ্ডারি তিনি।
তবে এবার কলঙ্কের কালিমা লেগে গেল তার ক্যারিয়ারে। যৌন হেনস্তার অভিযোগ উঠেছে গণেশের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে এবার তার বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছে পুলিশ। অভিযোগের তদন্ত করেছেন ওশিওয়ারা পুলিশ অফিসার সন্দীপ শিন্ডে। তিনি সম্প্রতি আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট দাখিল করেছেন।
বিজ্ঞাপন
এতে তার বিরুদ্ধে ৩৫৪ও (যৌন হয়রানি), ৩৫৪সি (ভয়্যুরিজম), ৩৫৪ডি (স্টকিং), ৩২৩ (আঘাত করা), ৫০৪ (শান্তি ভঙ্গ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান করা), ৩৪ (অপরাধ করার সাধারণ অভিপ্রায়) সহ বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
২০২০ সালেই গণেশের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন তার এক নারী সহকর্মী। তিনি জানান, কর্মক্ষেত্রে জোর করে অশ্লীল ভিডিও দেখতে বাধ্য করতেন গণেশ। এছাড়া গণেশ যখন ‘ভারতীয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক হন, এরপর থেকে আরও নানাভাবে হেনস্তা করেছেন বলে অভিযোগ ওই নারীর। এমনকি তার সদস্যপদ পর্যন্ত বাতিল করেন গণেশ।
বিজ্ঞাপন
যদিও এসবের অভিযোগ প্রথম দিকে উড়িয়ে দিয়েছিলেন গণেশ আচার্য। সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তবে এখন চার্জশিট দাখিলের খবরটি স্বীকার করে নিয়েছেন গণমাধ্যমের কাছে।
কেআই/আরআইজে