অনুরাগ কশ্যপ আর অভয় দেওলের মধ্যে কয়েকদিন ধরেই চলছে জবাব-পাল্টা জবাবের খেলা। এক পক্ষ অভিযোগ করছে, অপর পক্ষ উত্তর দিচ্ছে। 

দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে পরিচালক অনুরাগকে মিথ্যাবাদী আখ্যা দেন অভিনেতা অভয় দেওল। এবার অভয়ের সেই মন্তব্যের জবাব দিয়ে অনুরাগ বললেন প্রয়োজনে আবার ক্ষমা চেয়ে নেব। 

‘দেব ডি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন অনুরাগ এবং অভয়। ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাসকে আধুনিকতার মোড়কে দর্শকের কাছে তুলে ধরেছিলেন অনুরাগ। অভিনেতা হিসেবে এই ছবিই প্রথম জনপ্রিয়তা এনে দিয়েছিল অভয়কে। কিন্তু সবই এখন অতীত। তাদের সম্পর্ক এখন মোটেই ভালো না।  

‘দেব ডি’ সিনেমার শুটিং চালকালে নাকি পরিচালকের কাছে অনেক দাবি করেছিলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-খ্যাত অভিনেতা অভয়। এক সাক্ষাৎকারে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত পরিচালক জানান যে সিনেমার বাজেট কম থাকায় অভয়ের দামী পাঁচতারা হোটেলের দাবি মেটাতে গিয়ে তিনি নাকি বিপাকে পড়েছিলেন। সম্প্রতি পরিচালকের এই মন্তব্যের ভিত্তিতে প্রশ্ন করা হলে অভয়ের কণ্ঠে শোনা গেল উল্টো সুর। শুধু তাই নয়, অনুরাগকে মিথ্যাবাদী ও বিষাক্ত মানুষ বলেও আখ্যায়িত করেন তিনি। অনুরাগকে কটাক্ষ করে তিনি এও বলেন, ওর মতো মানুষকে আমি এড়িয়ে চলি। 

তবে অভয়ের মন্তব্যের প্রেক্ষিতে কিছুটা সুর নরম করেছেন অনুরাগ। বলেন, আমরা সময়ের সঙ্গে বদলাই। যে যার নিজের মতো করে সত্যিটাকে তুলে ধরে। হয়তো আমার কথায় ওর খারাপ লেগেছিল। আমি সে জন্য ওর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি। 

শুধু তাই নয়, পাশাপাশি ‘ট্রায়াল বাই ফায়ার’ ওয়েব সিরিজ়ে অভয় দেওলের কাজের প্রশংসা করতেও পিছপা হননি অনুরাগ। তার কথায়, সময়ের সঙ্গে সবার মধ্যে পরিবর্তন আসে। যা কিছু হয়েছিল, এখন তা অতীত। অভয় এখন খুব ভালো কাজ করছে, সবার উচিত ওর কাজের প্রশংসা করা। 

এনএফ