আমির খান করোনায় আক্রান্ত
ভারতে আবারও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত এক মাসে কয়েকজন বলিউড তারকার কোভিড পজিটিভের খবর পাওয়া গেছে। এবার সেই তালিকায় নাম এলো মিস্টার পারফেকশনিস্ট আমির খানের।
করোনার পজিটিভ রিপোর্ট পাওয়ার পর নিজেকে ঘরবন্দি করেছেন আমির। তার পরিবার থেকে জানানো হয়েছে, তেমন কোনো শারীরিক সমস্যা এই মুহূর্তে নেই এই অভিনেতার৷ তিনি সবাইকে অনুরোধ করেছেন, যারা তার সংস্পর্শে এসেছিলেন তারা যেন নিজেদের করোনা টেস্ট করান৷
বিজ্ঞাপন
বলিউডে পর পর করোনার থাবা৷ রণবীর কাপুর, সঞ্জয়লীলা বনশালি, মনোজ বাজপেয়ী, সিদ্ধান্ত চতুর্বেদী, তারা সুতারিয়ার পর এবার করোনায় আক্রান্ত হলেন আমির খান৷ গত বছর আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আরাধ্য বচ্চন৷
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তি পায় আমির খানের শেষ সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’। এরপর শুরু করেন ‘লাল সিংহ চড্ডা’র শুটিং। যেখানে নতুন লুকে দেখা যায় তাকে। জানা যায়, বছরের শেষে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।
এমআরএম/এমএমজে