লাকি আলী সুস্থ, জানালেন নাফিসা
সামাজিক মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে ভারতের খ্যাতিমান সুরকার এবং সংগীতশিল্পী লাকি আলী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু খবরটি পুরোই গুজব। বিষয়টি খোলাসা করেন তার বন্ধু ও ভারতীয় অভিনেত্রী নাফিসা আলী।
নাফিসা আলী ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসকে বলেন, ‘লাকি আলী সম্পূর্ণ সুস্থ এবং বেঁচে রয়েছেন। আমি আজ দুই-তিনবার তার সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ করেছি। তিনি খুব ভালো আছেন এবং করোনায় আক্রান্ত নন। লাকি এখন গান ও কনসার্ট নিয়ে ব্যস্ত আছেন।’
বিজ্ঞাপন
এনডিটিভির খবরে বলা হয়, কয়েক মাস আগে নাফিসা জানিয়েছিলেন লাকি আলী তাকে নিয়ে একটি গান লিখেছেন এবং রেকর্ডিংয়ের কাজ করছেন। চলতি বছরের মার্চে ভারতের খ্যাতিমান এ অভিনেত্রী সামাজিক মাধ্যমে সংগীতশিল্পীর ছবি পোস্ট করেছেন।
বিজ্ঞাপন
পোস্টে ছবির ক্যাপশনে নাফিসা লেখেন, ‘নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে লাকি আলী আমার জন্য বিশেষভাবে গান লিখেছেন। তার কণ্ঠ যেন হৃদয় ছুঁয়ে যায়।’
উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে লাবি আলী ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও পোস্ট করেন যেখানে তাকে ‘ও সানাম’ গানটি গাইতে দেখা যায়। ভিডিওটি সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এইচএকে/এমআরএম