করোনা মহামারির কারণে সংকটের মধ্যে দিন পার করছেন দেশে বিভিন্ন পেশার মানুষ। এরমধ্যে গত বছর থেকে পোশাক বিক্রির সংখ্যা অনেক কমেছে। এবারের পরিস্থিতিও অতটা ভালো নয়। 

এবার পোশাক শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তি ও কর্মীদের পাশে দাঁড়ালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের জনপ্রিয় ফ্যাশন হাউজ রঙের আহ্বানে সাড়া দিয়ে ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিওবার্তা শেয়ার করেন তিনি। সেখানে করোনাকালে অনলাইন শপিংয়ের জন্য উৎসাহ দিচ্ছেন তিনি।

ঈদ বাংলাদেশের রিটেইল ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় আয়ের উপলক্ষ। এই সময় ভালো ব্যবসার জন্য সারা বছর অপেক্ষা থাকে তাদের। পোশাক শিল্প খাতের সঙ্গে জড়িত অনেক পরিবার। জয়া আহসান বলেন, ‘একটি পোশাক কেনা মানে তাদের পরিবারকে সাহায্য করা ও তাদের পাশে দাঁড়ানো।’

ভিডিওতে জয়া অনুরোধ করেন, অন্তত একটি পোশাক কিনে পোশাক বিক্রির সঙ্গে জড়িত সবার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তবে সশরীরে শপিংয়ে না গিয়ে অনলাইনে কেনাকাটার জন্য উৎসাহ দিচ্ছেন তিনি। পাশাপাশি তিনি এবারের শপিংকে আনন্দের নয়; বরং দায়িত্ববোধের শপিং হিসেবে আখ্যায়িত করেছেন।

ঈদ শপিং সব সময়ই আনন্দের। কিন্তু পরিবারের সবাইকে নিয়ে পছন্দের পোশাক কেনার অবস্থা এবার নেই। তাই জয়া আহসান মনে করেন, অনলাইনে কিছু কেনার মাধ্যমে ফ্যাশন শিল্পের সঙ্গে জড়িত সবার মুখে হাসি ফুটবে।

এমআরএম