মিঠুন চক্রবর্তীর ক্যারিয়ারের অন্যতম ব্লকবাস্টার হিট ‘ডিস্কো ড্যান্সার’। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির কথা আজও মনে রেখেছেন তার ভক্তরা। এটি দিয়ে হিন্দি সিনেমায় নিজের অবস্থান আরও শক্ত করেছিলেন অভিনেতা। মিঠুনের সেই আলোচিত সিনেমাটিকে এবার মঞ্চে আনার উদ্যোগ নিয়েছেন বলউডের প্রখ্যাত সংগীত পরিচালক জুটি সেলিম-সুলেমান।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, একটি ঝকঝকে 'মিউজিক্যাল ড্রামা'-ই দর্শকদের সামনে পেশ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন সেলিম-সুলেমান। মঞ্চে থাকবে আরও অনেক চমক। নাটকের চিত্রনাট্য থেকে সুরে থাকবে নতুনত্ব। পরিবেশনাতেও নাকি থাকবে বৈচিত্র্য।

সেলিম-সুলেমানকে ' ডিস্কো ড্যান্সার'-এর চিত্রনাট্যের স্বত্ব বিক্রি করার কথা স্বীকার করেছেন ওই সিনেমার পরিচালক বব্বর সুভাষ। নিশ্চিত করেছেন সেলিম-সুলেমানও। তারা জানিয়েছেন আপাতত করোনা ও লকডাউনের কারণে বন্ধ রয়েছে নাটকের মহড়া। পরিস্থিতি একবার ঠিক হলে নতুন করে শুরু হবে সবকিছু। তার ওপর রয়েছে সরকারি অনুমোদনের অপেক্ষাও।

মঞ্চে মিঠুন চক্রবর্তী অভিনীত চরিত্রে কাকে দেখা যাবে সে প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন দু'পক্ষই। তবে পরিচালক বব্বর সুভাষ জানিয়েছেন 'ডিস্কো ড্যান্সার' নাটকের চিত্রনাট্য ও পরিবেশনা সমন্ধে পুরোপুরি ধারণা না থাকলেও তিনি ভীষণভাবে চান চিত্রনাট্যে যেন ' আই অ্যাম আ ডিস্কো ড্যান্সার','জিম্মি জিম্মি' এই গান দুটো যেন রাখা হয়।