ঘূর্ণিঝড় তওকতের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলিউডের অনেক তারকার বাড়ি ও অফিস। শুধু তাই নয়, বিপন্ন হয়েছে সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমার সেট। তবে সেখানে কেউ আহত হননি বলে জানা যায়। 

গোরগাঁওয়ের এসআরপিএফ গ্রাউন্ডে দুবাইয়ের একটি মার্কেটের মতো সেট তৈরি করা হয়েছিল ‘টাইগার থ্রি’র জন্য। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (এফডব্লিউআইসিসি)-এর সভাপতি বিএন তিওয়ারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সেটের ক্ষতি হলেও, কারও প্রাণহানি হয়নি। 

একই জায়গায় ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র সেট নির্মাণ করেছেন সঞ্জয় লীলা বানশালি। কিন্তু সেখানে কোনও ক্ষতি হয়নি। গত বছর বর্ষার আগেই পরিচালক সেটে সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা রেখেছিলেন।

‘টাইগার থ্রি’র সেট। ছবি: টাইমস অব ইন্ডিয়া

সাইফ আলী খান, অক্ষয় কুমার, হৃতিক রোশানের বাড়িতেও হানা দিয়েছে ঘুর্ণিঝড়। কারও বাড়ির সামনে গাছ উল্টে পড়েছে, আবার কারও দামি গাড়ি ভেঙে গেছে । রণবীর কাপুর এবং আলিয়া ভাটের নির্মাণাধীন থাকা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তওকতের প্রভাবে লন্ডভন্ড হয়ে যায় অমিতাভের মুম্বাইয়ের অফিস ‘জনক’। প্রবল ঝড়-বৃষ্টিতে তার অফিসের ভেতরে পানি ঢুকে যায়। ‘বিগ বি’র অফিসে চলছিল মেরামতের কাজ। তারপর ঘুর্ণিঝড় এসে ধুয়ে-মুছে সাফ করে দিয়ে গেছে সব। অফিসের ভেতর পানি ঢুকে পড়ায় কর্মচারীদরের জামাকাপড়ও সব ভিজে যায়। এ সময় অভিনেতা নিজে তার ওয়ার্ডরোব থেকে পোশাক এনে কর্মচারীদের দেন।

এমআরএম