আলী ও রিচার বিয়ের গুঞ্জন
অনেকদিন ধরেই প্রেম করছেন আলী ফজল ও রিচা চাড্ডা। তাদের বিয়ের গুঞ্জন একাধিকবার উঠে এসেছে গণমাধ্যমে। তবে এবার হয়তো সত্যিই গাঁটছড়া বাঁধলেন বলিউডের এই তারকা জুটি।
সামাজিক মাধ্যমে এক ছবি পোস্ট করলেন আলী। যেখান থেকে আবারও নতুন করে শিরোনামে এলো তারকা জুটির বিয়ে প্রসঙ্গ। ছবিতে দেখা যাচ্ছে সুন্দর করে মেহেদি লাগানো এক হাত। আর সেই হাতের উপর ফুল। যদিও সেখানে কারও মুখ দেখা যায়নি।
বিজ্ঞাপন
তবে ছবিতে হাত দেখে সবাই ধারণা করছে এটি রিচা চাড্ডার। আলী ফজল ক্যাপশনে লেখেন, ‘মহব্বত। মেহেদিসহ।’ সামাজিক মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গেই অনুরাগীদের কমেন্ট আসতে শুরু হয়।
বিজ্ঞাপন
ছবির কমেন্ট বক্স ভরে গিয়েছে অভিনন্দন বার্তায়। অনেকে আবার জানতে চান, আলী এবং রিচার বিয়ে হয়েছিল কি না। একজনের প্রশ্ন ‘ভাই, আপনি কি বিয়ে করে ফেলেছেন।’ অ্যামাজন প্রাইম সিরিজের মির্জাপুরে তার চরিত্রের কথা উল্লেখ করে একজন অনুরাগী লিখেছেন, ‘মহাব্বত মোবারক ভাইজান।’
উল্লেখ্য, চলতি বছর ১৫ এপ্রিল সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল রিচা ও আলীর। রেজিস্ট্রি থেকে বিয়ের অধিকাংশ আয়োজনই প্রায় হয়ে এসেছিল। তবে তীরে এসে তরী ডুবে যায়। দেশ জুড়ে করোনা মহামারির কারণে বাতিল হয়ে যায় এই জুটির বিয়ে।
সূত্র: নিউজ ১৮
এমআরএম