নানা কাজে মানুষ সুখ খুঁজে পায়। কেউ আনন্দ খুঁজে পান বেড়াতে যাওয়ায়, কেউ পান খাওয়া দাওয়ায় আবার কেউ নিজের শখের জিনিসটিকে ঘরে এনে। জীবনটাকে উপভোগ করাই মূল সুখ। আর চার-পাঁচটা মানুষের মতোই এমন বিভিন্ন শখ রয়েছে তারকাদের। তাদের তেমনই একটি শখ হলো বিলাসী গাড়ি সংগ্রহে রাখা। দেখে নেওয়া যাক, মিঠুন চক্রবর্তী থেকে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সালমান খানদের সংগ্রহে কোন কোন তাক লাগানো গাড়ি রয়েছে।

শাহরুখ খান

মুম্বাইয়ে শাহরুখের বাড়ি থেকে প্রায়ই বের হতে দেখা যায় বিএমডাব্লিউ ১৮ গাড়িটি। এই গাড়িটি তিনি ২.২ কোটি টাকা দিয়ে কিনেছেন বলে খবর। এছাড়া রয়েছে ২৫ লাখের মিৎসুবিশি পাজেরো, রয়েছে অউডি এ সিক্স, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, ভলভো বি নাইন ভ্যান।

অমিতাভ বচ্চন 

বিগ বি অমিতাভের সংগ্রহে রয়েছে বেন্টলি আরনেজ আর, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, লেক্সাস lx470, মার্সিডিজ বেনজ্ এসএল ৫০০ এএমজি, রয়েছে পোর্শে কেম্যান, রেঞ্জ রোভার এসইউভি, মিনি কুপার, রোলস রয়েস ফ্যান্টম, টয়োটা ল্যান্ড ক্রুজার, বিএম ডাব্লু ৭৬০ এলআই।

সালমান খান

সালমানের সংগ্রহে রয়েছে সুজুকি ইনট্রিউডার এম১৮০০ আরএস। মূলত বাইক প্রিয় সালমানের সংগ্রহের এই বাইকটি ভারতে নির্দিষ্ট সংখ্যায় পাওয়া যায়। আর সেটিই রয়েছে সালমানের কাছে। এছাড়া রয়েছে মাার্সিডিজ বেনজং জিএল ক্লাস, লেক্সাস এলএস ৪৭০, রেঞ্জ রোভার ভগ, বিএমডাব্লিউ এক্স ফাইভ, বিএমডাব্লিইউ এক্স সিক্স, অউডি কিউ সেভেন, অউডি আর এইট, মার্সিডিজ বেনজ্ এস ক্লাস।

অক্ষয় কুমার

বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়ের সংগ্রহে রয়েছে মার্সিডিস বেনজ্ জিএলএস, পোর্শে কা, রোল্স রয়েস ফ্যান্টম, বেন্টলি কন্টিনেন্টাল ফ্লাইং স্পার, রেঞ্জ রোভার ভগ, মার্সিডিজ বেনজ্ জিএল থ্রিফিফটি, সিডিআই, হোন্ডা সিআরভি।

আমির খান

আমিরের গাড়ি সংগ্রহও বেশ ‘আমিরি’! বলিউডের মিস্টার পারফেকশনিস্টের ঘরে রয়েছে- মার্সিডিজ বেনজ্ এস ৬০০, বন্টলি কন্টিনেন্টালের গাড়ি, রোলস রয়েস ঘোস্ট ফ্যান্টম, ল্যান্ড রোভার রেঞ্জ রোভার এসই।

হৃতিক রোশান

বলিউডের ‘গ্রিক গড’ হৃতিকের গ্যারেজে রয়েছে- রোলস রয়েস ঘোস্ট সিরিজ ২এর গাড়ি। রয়েছে মার্সিডিজ ভি ক্লাস, মার্সিডিজ বেনজ এস ক্লাস, ফেরারি থ্রিসিক্সটি মোডেনা, রয়েছে পোর্শে কা টার্বো। ভিন্টেজ ফোর্ড মুস্টাঙ্গ রয়েছে হৃতিকের সংগ্রহে।

রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরের সংগ্রহে রয়েছে অডি আরএইট ভি টেন, মার্সিডিজ বেনজ, ল্যান্ড রোভার রেনজ্ রোভার ভগ।

মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তীও রীতিমতো ভক্ত বিভিন্ন তাক লাগানো গাড়ির। তিনি এই বিষয়ে যে শৌখিন, তা অনেকেই আলোচনা করেন। বলিউডের এই বাঙালি স্টারের গ্যারেজে রয়েছে টয়োটা ফোর্ট রানার, রয়েছে ভক্সওয়াগন, ফোর্ড এন্ডেভার, মার্সিডিজ বেনজ্। এমনই দাবি বিভিন্ন পত্রপত্রিকার।

রণবীর সিং

অভিনেতা রণবীর সিংয়ের সংগ্রহে রয়েছে- মার্সিডিজ বেনজ জিএলএস, রয়েছে অ্যাস্টন মার্টিন ব়্যাপিড এস, ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভগ, অডি কিউ ফাইভ, জাগুয়ার এক্স জে এল, মারুতি সুজুকি সিয়াজ।

সূত্র: ওয়ানইন্ডিয়া

এসএসএইচ