অভিষেকেই সর্বোচ্চ পারিশ্রমিক অক্ষয়ের
ক্যারিয়ারের ৩০ বছর পার করে এখনও বছরের সর্বোচ্চ সিনেমা মুক্তির তালিকায় রয়েছেন অক্ষয় কুমার। বর্তমানে তার ৫ সিনেমার রয়েছে মুক্তির অপেক্ষায়। যেগুলোর মধ্যে দুদিন আগেই ঘোষণা করেন ‘বেল বটম’-এর মুক্তির দিন।
এরইমধ্যে নতুন আরও এক খবর দিলেন অক্ষয়। তবে কোনো সিনেমার সংবাদ নয়। এবার ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে বলিউডের এই ‘খিলাড়ি’ খ্যাত তারকার। প্রথমবার অভিনয় করবেন ওয়েব সিরিজে।
বিজ্ঞাপন
অ্যাকশন-থ্রিলার ধাঁচের ‘দ্য এন্ড’ শিরোনামে সিরিজটির ঘোষণা হয়েছিল ২০১৯ সালে। কিন্তু পরবর্তীতে করোনার কারণে বন্ধ হয়েছিল কাজ। জানা যায়, বিক্রম মালহোত্রার প্রযোজনায় ওটিটিতে আসছেন অক্ষয়। এ বছরের শেষে বা ২০২২ সালের প্রথম দিকে শুরু হবে এর কাজ।
বিজ্ঞাপন
এই খবরের পাশাপাশি আলোচনায় তৈরি হয় অক্ষয়ের পারিশ্রমিক নিয়ে। ওয়েব সিরিজের জন্য ৯০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অভিনেতা। যা ভারতীয় কোনও ওয়েব সিরিজের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনও অভিনেতাকে দেওয়া সব থেকে বেশি পারিশ্রমিক।
এ কথা শুনে বেশ সমালোচনা হয়েছে বক্স অফিসে। অনেকেই বলেছেন, এমন মহামারির পরিস্থিতিতে ৯০ কোটি নেওয়াটা উচিত নয়। অনেকে আবার বলেছেন, করোনায় যত টাকা দান করেছেন বা রোগীদের জন্য খরচ করেছেন, তার ডবল তুলে নিলেন অক্ষয়।
এমআরএম