একসাথে পোজ দিয়ে খুব ছবি তুললেন দুই বান্ধবী
সারা আলী খান ও জাহ্নবী কাপুর পুরোনো বন্ধু। দুজন অভিনেতা ভালো বন্ধু হতে পারে না এমন একটা কথা প্রচলিত থাকলেও এ দুজন আলাদা।
সারা ও জাহ্নবীকে একসাথে অনেক জায়গাতেই দেখা যায়। কখনো তারা একসাথ জিমে যান, একসাথে কোনো কাজ করেন। এছাড়াও একসাথে অনেক ইভেন্টেও দেখা যায় তাদের।
বিজ্ঞাপন
এই বুধবারই তারা রণবীর সিংয়ের টিভি শোতেও গিয়েছিলেন একসাথে। ওই অনুষ্ঠানে যাওয়ার সময় তোলা কিছু ছবি শেয়ার করেছেন জাহ্নবী। ছবিতে সারা ও জাহ্নবীকে অতুলনীয় সুন্দর লাগেছে।
বিজ্ঞাপন