কমল হাসান

ভারতীয় অভিনেতা কমল হাসান করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরলেন । ১৫ দিন করোনা সংক্রমণে ভুগেছেন অভিনেতা। চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল তাকে।

সেই সময় প্রশ্ন উঠেছিল, তার জায়গায় কে আসবেন রিয়্যালিটি শো বিগ বস তামিল ৫-এর সঞ্চালনায়? সাময়িকভাবে কমলের অভাব পূরণ করেছিলেন দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী রম্যা কৃষ্ণণ। 

শনিবার প্রবীণ অভিনেতা ফিরে এসেছেন সঞ্চালনায়। রিয়্যালিটি শোর সেট থেকে ছবিও দিয়েছেন শ্যুটের। ছবি বলছে, ডেনিম জিন্স, সাদা শার্ট, হাল্কা নীল ফুল হাতা সোয়েটারে আগের মতোই তরতাজা তিনি।

বলিউড সংবাদমাধ্যম জানাচ্ছে, শুধুই সঞ্চালনা নয়, একই সঙ্গে ছবির শ্যুটেও ফিরছেন তিনি। লোকেশ কানাগরাজ পরিচালিত তামিল ছবি ‘বিক্রম’-এর শ্যুটিংও শুরু করবেন খুব শিগগিরি। কমল ছাড়াও ছবিতে আছেন বিজয় সেতুপতি, ফাহাদ ফাসিল।

অসুস্থতার কথা টুইটে কমল নিজেই জানিয়েছিলেন। দক্ষিণী ভাষায় লিখেছিলেন, আমেরিকা থেকে ফেরার পর অল্প কাশিতে ভুগছিলেন তিনি। তার পরেই পরীক্ষা করিয়ে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। তখনই তিনি তার অনুগামীদের উদ্দেশে লেখেন, ‘মাহামারি এখনও বিদায় নেয়নি। তাই সবাই সাবধানে থাকুন।’

সূত্র : আনন্দবাজার 

ওএফ