প্রয়োজনে ভারত থেকে সিনেমা এনে হলগুলো বাঁচাতে হবে
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির আয়োজনে বগুড়ায় মতবিনিময় সভা
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির আয়োজনে বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) শহরের চেলোপাড়া মধুবন সিনেপ্লেক্সে উদ্বুদ্ধকরণ এ মতবিনিময় সভা করা হয়।
সভায় সিনেমা হল সংস্কার, নতুন করে সিনেমা হল নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ও বাংলাদেশ ব্যাংকের ছাড়কৃত এক হাজার কোটি টাকার তহবিলের সুষ্ঠু ও সহায়ক ব্যবহার নিশ্চিতে আলোচনা করা হয়।
বিজ্ঞাপন
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক কাজী শোয়েব রশীদ এবং প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল।
সভায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশীদ বলেন, ভালো মানের ছবি প্রদর্শনের মাধ্যমে দেশব্যাপী সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। স্বল্প সুদে দীর্ঘমেয়াদি যে ঋণ; বর্তমান সরকার হল মালিকদের দেওয়ার ঘোষণা দিয়েছে, তা প্রাপ্তি এবং তার সুষ্ঠু প্রয়োগেও সবার ইতিবাচক সদিচ্ছা পোষণ করতে হবে। না হলে দিন শেষে সুস্থ বিনোদনের মাধ্যম চলচ্চিত্র শিল্প থাকবে না।
বিজ্ঞাপন
প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, বাংলাদেশে প্রায় দেড় হাজার সিনেমা হল চালু ছিল। বর্তমানে তা ১৫০-এ নেমে এসেছে। বিভিন্ন বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে সর্বোচ্চ ২০০ থেকে ২৫০টি সিনেমা হল চালু হয়। সিনেমা হলগুলোকে ডিজিটালাইজ করা, দর্শকদের হলমুখী করতে দেশের ভালো চলচ্চিত্র নির্মাণের ব্যবস্থা, প্রয়োজনে ভারত থেকে ভালো মানের ছবি আমদানি করে হলেও হলগুলোকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করতে হবে।
এছাড়া সরকার কর্তৃক স্বল্প সুদে যে ঋণ দেওয়ার ঘোষণা করা হয়েছে, তা সহজে প্রাপ্তি এবং তা দীর্ঘমেয়াদে পরিশোধের সুযোগ প্রদানেও সারাদেশের প্রদর্শকদের পক্ষে সরকারের সহযোগিতা কামনা করেন আওলাদ হোসেন।
এতে আরও বক্তব্য রাখেন শরফুদ্দিন এলাহী সম্রাট, খোরশেদ আলম, আজগর হোসেন, ফারুক হোসেন মানিক, যশোর মনিহার সিনেমা হলের মালিক জিয়াউল ইসলাম মিঠু, মধুবন সিনেপ্লেক্সের মালিক আরএম ইউনুস রুবেল দিনাজপুর মডার্ন সিনেমা হলের মালিক পারভেজ ও শান্তাহার মালা সিনেমা হলের মালিক মজিবর রহমান প্রমুখ।
সাখাওয়াত হোসেন জনি/এএম