ছেলে ও ছেলের বৌসহ অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা মৌসুমী। বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানি। তবে তারা করোনায় আক্রান্ত হয়েছেন কিনা, সে বিষয়টি এখনও জানা যায়নি। তবে করোনাভাইরাসের উপসর্গ আছে মনে করে তারা সবাই এখন বাসায় আইসোলেশনে রয়েছেন।

সম্প্রতি বেশ আয়োজন করে ছেলের বিয়ে দিয়েছেন ওমর সানি ও মৌসুমী। নববধূ ঘরে আসার পরই এমন দুঃসংবাদ দিলেন এই অভিনেতা। পরিবারে সবার জন্য দোয়া চেয়েছেন তিনি।

ওমর সানি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমার স্ত্রী আমার ছেলে নতুন বৌমা বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন আমার প্রিয় জন কিছু মানুষ। সবাই অসুস্থ, আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যায়। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আমাকে।’

ছেলের বউয়ের সঙ্গে মৌসুমী

দেশের শোবিজ অঙ্গনের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। ১ এপ্রিল খবর পাওয়া যায় কোভিড পজিটিভ প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গাজী রাকায়েত। ৩১ মার্চ (বুধবার) তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। অন্যদিকে কোভিড পজিটিভ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি।

চিত্রনায়ক রিয়াজ তার করোনায় আক্রান্তের খবর জানান ২ এপ্রিল। ঘরে থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল এই অভিনেতার। তার আগে কোভিড টেস্ট করতে গিয়ে পজিটিভ রিপোর্ট হাতে আসে তার। 

এমআরএম