নির্মাতাকে ছাড়াই ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ‘কালবেলা’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সম্পাদক ও চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুলের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘কালবেলা’র নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটির নির্মাণকাজ শুরু হয় ২০১৮’র জুলাই মাসে। পুরো অক্টোবর-নভেম্বর মাস টানা শুটিং হয় খুলনা ও কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে।
শুটিং সম্পন্ন করে ঢাকায় ফিরে আসার পরে হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর মারা যান নির্মাতা টুটুল। ফলে অনিশ্চিত হয়ে পড়ে সিনেমাটির নির্মাণ কাজ। এই অবস্থায় ফেব্রুয়ারি ২০১৯ সালের শুরুতে সিনেমাটির প্রযোজক ও তার সহধর্মিনী অধ্যাপক মোবাশ্বেরা খানমের নেতৃত্বে শুরু হয় সিনেমাটির বাকি কাজ। শেষ হয় ২০২০ সালের শুরুর দিকে। কিন্তু করোনা মহামারির কারণে আটকে যায় সিনেমাটির মুক্তি।
বিজ্ঞাপন
অবশেষে চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘কালবেলা’। মুক্তিযুদ্ধের পটভূমিতে একজন নারীর সংগ্রামের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে ফুটে উঠেছে যুদ্ধকালীন সময়ে সাধারণ মানুষের আশ্রয়ের সন্ধানে অনিশ্চিত যাত্রা, অবরুদ্ধ শহরে কর্মজীবিদের বিপন্নতা, বিহারি ও পাকিস্তানি বাহিনীর নির্মম নৃশংসতা এবং যুদ্ধকালিন সামাজিক অস্থিরতা।
সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈ এবং শিশির আহমেদ। অন্যান্য চরিত্রে রয়েছেন মাসুম বাশার, মিলি বাশার, জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, শেখ মাহবুবুর রহমান, সায়কা আহমেদ, জুলফিকার চঞ্চল, কোহিনুর আলম, তানভীর মাসুদ প্রমুখ।
বিজ্ঞাপন
সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন রিপন রহমান খান। সম্পাদনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সামির আহমেদ। সংগীত পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রয়াত সংগীত পরিচালক ফরিদ আহমেদ।
আরআইজে