গত শুক্রবার (৩ ডিসেম্বর) প্রায় ৫০টির সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। একসঙ্গে তিন উপমহাদেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। যার মধ্যে যুক্তরাষ্টের বিভিন্ন রাজ্যেও রয়েছে। এরমধ্যে অন্যতম নিউইয়র্ক। আর সেখানকার একটি অনুষ্ঠানে গিয়ে সিনেমাটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান

নিউইয়র্কের একটি মঞ্চে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা নায়ক হিসেবে পুরস্কার গ্রহণ করেন শাকিব। এ সময় সবাইকে সালাম দিয়ে এই নায়ক বলেন, ‘আসি আসি করে অবশ্য বহুদিন পার হয়ে গেল। এটলিস্ট, ফাইনালি অ্যাওয়ার্ডটাও হাতে পেলাম। আমার স্পেশালি খুব ভালো লেগেছে। যখন শুনেছি ১৯ বছরের মেলা, ১৯তম মেলা, আমেরিকার মতো এমন একটা দেশে ঢালিউড অ্যাওয়ার্ড, বাংলা সিনেমার নামের উপরে একটা অ্যাওয়ার্ড ১৯ বছর ধরে চলছে, এটা সত্যি আমার জন্য বা আপনাদের জন্য, আমাদের চলচ্চিত্রের মানুষের জন্য এবং সমস্ত বাংলাদেশের মানুষের জন্য তো দারুণ একটি ব্যাপার।’

আরও পড়ুন : শখ করে লুঙ্গি পরি, কিন্তু খুলে যায়: শাকিব খান

তিনি আরও বলেন, ‘এখন তো আমাদের সিনেমা ঢালাও করে আমেরিকায় রিলিজ হচ্ছে, অস্ট্রেলিয়ায় রিলিজ হচ্ছে, বড় বড় সব মহাদেশে রিলিজ হচ্ছে। আপনাদের এখানেও একটি সিনেমা রিলিজ হয়েছে। আই হোপ, সেই দিন আর বেশি দূরে নয় যে আমরা এখান থেকে কেউ কল দিলে রিসিভ করে বলবো যে- নিউইয়র্কের সেল কেমন? টরেন্টোর কি অবস্থা? জ্যাকসন হাইটের কি অবস্থা?

এরপর ‘মিশন এক্সট্রিম’ দেখার আমন্ত্রণ শাকিব খান বলেন, ‘একটা ছবি রিলিজ হয়েছে কিন্তু। মিশন এক্সট্রিম। সবাইকে এই ছবিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিকজ আমি সবসময়ই চাই, শুধু আমি কেন, যারাই চেষ্টা করেছেন বাংলাদেশের সিনেমা, বাংলাদেশকে কাজের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরতে; আমরা সব সময় সবাইকে সাপোর্ট করি। তাদের প্রতি আমরা শুভকামনা সব সময়ই রাখি। অনেক ভালো লাগলো আপনাদের সামনে এসে, এই অনুষ্ঠানে এসে। অনেক মানুষের অনুষ্ঠান, অনেক সুন্দর অনুষ্ঠান। ইনশাআল্লাহ, আজকে এই অডিটরিয়ামে বলছি- এমন একদিন আসবে যেদিন আমরা এখানকার বড় কোনো স্টেডিয়ামে প্রোগ্রাম করবো। বিরাট প্রোগ্রাম করবো।’

আরও পড়ুন : অবাক করা শুভ!

উল্লেখ্য, গত ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। এরপর ১৪ নভেম্বর নিউইয়র্কে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এবং ৪ ডিসেম্বর অংশ নিয়েছেন ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে। এবারই প্রথম ভিসা পেয়ে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। দেশে ফিরবেন চলতি মাসেই।

আরআইজে