এক এক করে স্বাধীন বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্ণ হলো। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে পরাজয় স্বীকার করে নেয়। সেই সঙ্গে বাংলার আকাশে উদিত হয় বিজয়ের রক্তিম সূর্য।

আজ বিজয়ের সুবর্ণজয়ন্তী। প্রতিটি বাঙালির মনে এই দিনটি বিশেষ অনুভূতির, ভালোলাগার। তারকাদের ক্ষেত্রেও বিষয়টি একইরকম। লাল সবুজের দেশের নাগরিক হিসেবে, বাঙালি হিসেবে তাদের মনকেও বিজয়ের আনন্দ সমানভাবে আন্দোলিত করে।

বিজয় দিবস উপলক্ষে ভক্ত-অনুসারীদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের তারকারা। নব্বই দশকের তারকা দম্পতি নাঈম ও শাবনাজ ফেসবুকে লিখেছেন, ‘​বাংলাদেশের পঞ্চাশতম বিজয় দিবসে স্মরণ করি সেই সকল শহীদ, মুক্তিযোদ্ধা আর বীরাঙ্গনাদের, যাদের অসামান্য ত্যাগের বিনিময়ে এই পৃথিবীর বুকে আমরা পেয়েছি সোনার বাংলাদেশ। বিজয় দিবস এর শুভেচ্ছা সবাইকে।’ 

সুপারস্টার শাকিব খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। তবে বিজয়ের শুভেচ্ছা জানাতে ভুললেন না। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এই বিজয়ে দিবসে আমাদের দৃঢ় শপথ হবে, নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে নিজেদের প্রতিটি সেক্টরে বিজয়ী হওয়া। ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধারা আমাদের হাতে যে বিজয় তুলে দিয়েছেন, সে বিজয়ের সৌরভ আমরাই পৌঁছে দেব পৃথিবীর আনাচে-কানাচে। বাংলাদেশ নামের একটি ফুলের গন্ধে সুরভিত হোক গোটা পৃথিবী। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।’

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘আজ বিজয়ের সুবর্ণজয়ন্তী। অনেক রক্ত, অনেক প্রাণ, অনেক আত্মদানে আমাদের এই বাংলাদেশ। মুক্তির যুদ্ধে তাদের স্বপ্ন হয়ে থাকুক আমাদের ধ্রুবতারা।’

সংগীতশিল্পী আসিফ আকবর তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বিজয়ের পঞ্চাশ বছর পূর্তিতে দেশবাসীকে শুভেচ্ছা। বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হোক গণতন্ত্র। জাতির গর্ব বীর শহীদ মুক্তিসেনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ভালোবাসা অবিরাম।’

জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

তরুণ-জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী তার ফেসবুক পেজে উদ্বৃত করেছেন একটি দেশাত্মবোধক গানের লাইন। সেটা হলো, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।’

কেআই