বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিল/চার্জ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ অ্যাপের মাধ্যমে প্রদানের লক্ষ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে রোগীদের লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেয়ার ভোগান্তি কমবে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিএসএমএমইউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। এছাড়া নগদের পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম।

এসময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান প্রমুখ।

নগদের পক্ষে আরও উপস্থিত ছিলেন- জেনারেল ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম, কর্মকর্তা নকিব চৌধুরী, সোয়াদ আজাদ, মারুফ বিল্লাহ প্রমুখ।

টিআই/এমজে