মেডিকেল শিক্ষাকে আরও বাস্তবভিত্তিক ও সহজবোধ্য করতে থ্রি-ডি অ্যানিমেশন প্রযুক্তি যুক্ত করল রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ। পাঠ্যবইয়ের জটিল বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে কলেজের এনাটমি বিভাগে উদ্বোধন করা হয়েছে থ্রি-ডি অ্যানিমেশন মনিটর।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মেডিকেল কলেজটির এনাটমি বিভাগে আনুষ্ঠানিকভাবে এই আধুনিক শিক্ষামূলক মনিটরের উদ্বোধন করা হয়।

থ্রি-ডি অ্যানিমেশন একটি আধুনিক ডিজিটাল শিক্ষা সফটওয়্যার, যার মাধ্যমে পাঠ্যবইয়ের বিষয়বস্তুকে ত্রিমাত্রিক অ্যানিমেশন, ভিডিও এবং ইন্টারঅ্যাক্টিভ টুলের সাহায্যে উপস্থাপন করা যায়। এই প্রযুক্তির মাধ্যমে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, রক্ত সঞ্চালনের প্রক্রিয়া, রোগের বিস্তার কিংবা জটিল সার্জারির ধাপগুলো বাস্তবধর্মীভাবে মনিটরে প্রদর্শন সম্ভব। ফলে বইয়ের স্থির ছবি বা সাধারণ ভিডিওর তুলনায় বিষয়গুলো শিক্ষার্থীরা আরও পরিষ্কার ও গভীরভাবে বুঝতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিংসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান। এ ছাড়া বক্তব্য দেন এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ. বি. এম. ওমর ফারুক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক মেডিকেল শিক্ষায় থ্রি-ডি অ্যানিমেশন প্রযুক্তি একটি যুগান্তকারী সংযোজন। এনাটমি ও বিভিন্ন জটিল রোগ-ব্যাধির গঠন ও কার্যপ্রণালি বোঝাতে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। পাঠ্যবইয়ের কঠিন ধারণাগুলো থ্রি-ডি অ্যানিমেশনের মাধ্যমে জীবন্ত ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা সম্ভব হচ্ছে, যা শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়াচ্ছে এবং বিষয়বস্তুর ওপর স্পষ্ট ধারণা তৈরি করছে।

তারা আরও বলেন, নতুন প্রজন্মের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এমন আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ সহায়ক ব্যবস্থার বিকল্প নেই। থ্রি-ডি অ্যানিমেশন মনিটর মেডিকেল শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা, এনাটমি বিভাগের শিক্ষার্থীরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিআই/এসএসএইচ