বিএসএমএমইউতে পাঁচ হাজার করোনা রোগীর চিকিৎসা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) ৩৪০ শয্যাবিশিষ্ট করোনা ইউনিটে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি করোনা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৬২ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১২৮ জন।
শনিবার (৯ জানুয়ারি) সকালে বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, শাহবাগের বেতার ভবনে স্থাপিত করোনাভাইরাস ল্যাবে গত বছরের ১ এপ্রিল থেকে এ বছরের ৭ জানুয়ারি পর্যন্ত ৯৬ হাজার ২৭ জনের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। হালনাগাদ তথ্য প্রতিদিনই আইইডিসিআরকে জানিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া একই সময়ে ফেভার ক্লিনিকে ৭০ হাজার ৪০০ রোগীকে জ্বর, সর্দি, কাশির চিকিৎসাসেবা প্রদান করেছে হাসপাতালটি।
বিজ্ঞাপন
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদান ও শনাক্তকরণ কার্যক্রম চালু রাখতে নিয়মিত সেবাদানকারী ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়মিত সভা ও মতবিনিময় করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
প্রসঙ্গত, গত বছরের ২৯ জুন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ৬০১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ। ৩৪০ শয্যাবিশিষ্ট করোনা ইউনিটের মধ্যে কেবিন ব্লকে রয়েছে ২২০ শয্যা এবং বেতার ভবনে রয়েছে ১২০টি শয্যা।
টিআই/এসআরএস