স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়/ ফাইল ছবি

বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ২২ কর্মকর্তাকে সহকারী পরিচালক থেকে উপ-পরিচালক পদে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পারসোনাল ২) উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন, ঢাকার লায়লা হুসনে আরা আরজু, কুষ্টিয়ার আলী সিদ্দিকী, ফেনীর আমিনুল ইসলাম, নওগাঁর কস্তুরী আমিনা কুইন, পিরোজপুরের রাম কৃষ্ণ দাস, মাদারীপুরের গোলাম সরোয়ার, নীলফামারীর শাহজাহান, মানিকগঞ্জের গোলাম নবী, কুমিল্লার মাহবুবুল করিম, নেত্রকোনার আনিছুর রহমান, কিশোরগঞ্জের আবু তাহা এনামুর রহমান, নরসিংদীর অরবিন্দ দত্ত, ঝালকাঠির কামাল হোসেন, পঞ্চগড়ের মোজাফফর হোসেন।

এছাড়া টাঙ্গাইলের লুৎফুল কিবরিয়া, চাঁপাইনবাবগঞ্জের সাদিকুল ইসলাম, কুমিল্লা দেবিদ্বারের মজিবুল রহমান, ঝিনাইদহের নাশিরা খাতুন, ময়মনসিংহের এ কে এম মোর্শেদুজ্জামান, কিশোরগঞ্জ হোসেনপুরের নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের শেখ মোহাম্মদ আদম ও নাটোরের শাকিয়া হায়দারকে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।  

টিআই/এসআরএস