ইউক্রেনের সংসদের সবচেয়ে অল্পবয়সী সদস্য সভিয়াতোস্লাভ ইয়ুরাশ বলেছেন, রাজধানী কিয়েভে রুশ হামলার বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখবে ইউক্রেনীয়রা।  

তিনি বলেন, স্তালিনগ্রাদ যুদ্ধে বেঁচে ফিরেছিলেন আমার পূর্বপুরুষ। তাই তারা যা কিছু করুক, আমরা টিকে থাকবোই। বিংশ শতাব্দীতে আমাদের দুর্ভাগ্যজনক, দুঃখজনক, অবিশ্বাস্য এক ইতিহাস রয়েছে। স্তালিনের সময়ে আমরা যদি বেঁচে যাই, পুতিনও আমাদের কিছু করতে পারবে না।  

কিয়েভ থেকে সিএনএনকে এসব কথা বলেন তিনি।  

যুদ্ধের সময় জীবন কেমন চলছে তার একটা চিত্রও উঠে এসেছে ইয়ুরাশের কথায়। তার ভাষায়, নাগরিকরা রুশ হামলা ঠেকাতে বুক পেতে দাঁড়ানোর পর পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। 

যুদ্ধের সময় নগদ টাকার সত্যিকার অর্থে কোনো মূল্য থাকে না উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন তাদের প্রয়োজনীয় দ্রব্যগুলো বিনিময় প্রথার মতো করে পাচ্ছে। 

তবে তিনি স্বীকার করেছেন যে, খাদ্য ও অস্ত্রের পর্যাপ্ত যোগান নেই। তিনি বলেন, কিছুই যথেষ্ট নেই। তাই দেশের প্রতিরক্ষায় তিনি ও তার দল যোগান ঠিক রাখা, খাদ্য, অস্ত্র ও ওষুধ বিতরণ যাতে ঠিকঠাক চলে সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  

সেনাবাহিনী সংশ্লিষ্ট তার সহযোগীরা এখন সরাসরি মাঠে যুদ্ধ করছেন। 

তিনি বলেন, রাশিয়া আমাদের দেশটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা তা হতে দেবো না।  

সূত্র : সিএনএন। 

এনএফ