সের্গেই লাভরভ ও দিমিত্র কুলেবা

ইউক্রেন পরিস্থিতি নিয়ে খুব শিগগিরই তুরস্কে বৈঠক করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে তুরস্কের পথে রওনা হয়েছেন বলে বিবিসিকে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

গত ২৪ ফেব্রুয়ারি অভিযান শুরুর পর বেলারুশে রাশিয়া ও ইউক্রেন সরকারের প্রতিনিধিরা দফায় দফায় বৈঠকে বসলেও এই প্রথমবারের মতো দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রিয়া নভোস্তিকে জানান, আগামী ১১ থেকে ১৩ মার্চ তুরস্কভিত্তিক পররাষ্ট্রনীতি গবেষণা সংস্থা আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সম্মেলন হবে। সেই সম্মেলনে উপস্থিতি কামনা করে রাশিয়া ও ইউক্রেন— উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীকে নিমন্ত্রণ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। সম্মেলন শুরুর আগেই এই বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

‘নিমন্ত্রণপত্রে দুই দেশের মধ্যকার সংকট সমাধানে বৈঠকের প্রস্তাব দিয়েছেন কাভুসোগলু এবং বলেছেন, বৈঠকে তিনি নিজে উপস্থিত থাকবেন,’— রিয়া নভোস্তিকে বলেন মারিয়া জাখারোভা।

গোমেল শহরে সম্প্রতি তৃতীয় দফার বৈঠক শেষ করেছেন রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিরা। বৈঠকে বুধবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ ৫ শহর  খারকিভ, মারিউপোল, চেহেরনিভ ও সুমিতে বেসামরিকদের জন্য মানবিক করিডোর খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সূত্র: বিবিসি

এসএমডব্লিউ