রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ৫ দিয়ে গণটিকাদান কর্মসূচি শুরু করেছে ইরান। মঙ্গলবার রাজধানী তেহরানে দেশটির প্রধান সরকারি হাসপাতাল তেহরান হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

উদ্বোধনী অনুষ্ঠানে রুহানি বলেন, ‘মহামারির বিরুদ্ধে চলমান যুদ্ধে আমাদের যেসব স্বাস্থ্যকর্মী শাহাদাৎ বরণ করেছেন, তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ থেকে জাতীয় টিকাদান কর্মসূচি শুরু হলো।’

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে জানান, রাশিয়ার কাছ থেকে ২০ লাখ ডোজ `স্পুটনিক ৫' টিকা কিনেছে ইরান, যার প্রথম চালান গত বৃহস্পতিবার এসে পৌঁছেছে। ওই ডোজগুলো দিয়েই মঙ্গলবারের টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। আগামী ১৮ এবং ২৮ ফেব্রুয়ারি স্পুটনিক ৫ এর পরবর্তি চালানগুলো এসে পৌঁছাবে বলে জানিয়েছেন জাহানপুর।  

এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী সায়িদ নামাকি জানিয়েছেন, কোভ্যাক্স প্রকল্পের আওতায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪০ লাখ ২০ হাজার ডোজ টিকা ইরানকে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শিগগিরই ওই টিকার চালান ইরানে এসে পৌঁছাবে বলে আশা করছেন তিনি।  

তবে এর পাশাপাশি সরকারের উদ্যোগে দেশীয় প্রযুক্তিতে করোনা টিকা প্রস্তুতের প্রক্রিয়াও চলছে ইরানে। এ বিষয়ক দু’টি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে দেশটিতে। প্রথমটি হলো কোভ-ইরানব্লেসিং, যার মেডিকেল ট্রায়াল শুরু হয়েছে ইতোমধ্যে এবং দ্বিতীয়টির নাম রাজি কোভ পার্স।

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে মধ্যপ্রাচ্যে শীর্ষে অবস্থান করছে ইরান। ৮ কোটি মানুষের এই দেশটিতে করেনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৪০ হাজার এবং এ রোগে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ৫৮ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: এনডিটিভি

এসএমডব্লিউ