ইয়াঙ্গুনের রাস্তায় পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে বিক্ষোভকারীরা/ছবি: সংগৃহীত

সামরিক অভ্যুত্থানবিরোধী আন্দোলনে জলকামান ও রাবার বুলেটের মাধ্যমে হামলার শিকার হওয়ার পরদিন আবারও বিক্ষোভে নেমেছে মিয়ানমারের সাধারণ মানুষ। বুধবার (১০ ফেব্রুয়ারি) টানা পঞ্চম দিনের মতো বিপুলসংখ্যক বিক্ষোভকারী রাজধানী নেইপিদোর রাস্তায় নেমে এসেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এর আগে বিক্ষোভরত মানুষকে ছত্রভঙ্গ করতে মঙ্গলবার রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে দেশটির পুলিশ। এতে দুই ব্যক্তি আহত হন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আলজাজিরা।

স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাউ’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিতে বুধবার ভোর থেকেই রাজধানী নেইপিদোর রাস্তায় নেমেছেন বিপুলসংখ্যক সরকারি চাকরিজীবী।

এদিকে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভরত মানুষের ওপর বলপ্রয়োগের নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রতিবাদ এবং অং সান সু চির মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছেন মিয়ানমারের তরুণ নেতা এসথার জে নাউ। বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘(এই পরিস্থিতিতে) আমরা চুপ করে বসে থাকতে পারি না।’

মঙ্গলবার পুলিশের হামলায় আহত হয় এক বিক্ষোভকারী/ছবি: সংগৃহীত

বিক্ষোভে জান্তা সরকারের বলপ্রয়োগের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে রক্ত ঝরেছে। এতে বোঝা যায়, জান্তা সরকার পাকাপাকি ভাবে ক্ষমতা নিয়ে নিলে দেশে আরও বেশি রক্ত ঝরবে।’

আলজাজিরা জানিয়েছে, জান্তা সরকারের বিরুদ্ধে গণ-অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শত শত সরকারি চাকরিজীবী বুধবার রাজধানী নেইপিদোর রাস্তায় নেমে এসেছেন। তাদের মধ্যে চিকিৎসক, শিক্ষক-শিক্ষিকা, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। এছাড়া নেইপিদোর মতো সারা দেশেই গত কয়েকদিন ধরে লাখ লাখ কর্মজীবী মানুষ গণ-অসহযোগ আন্দোলনের সমর্থনে রাস্তায় নেমেছেন।

বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়ছেন এক পুলিশ সদস্য/ ছবি: সংগৃহীত

এদিকে গণতন্ত্রপন্থী নেত্রী ও সাবেক স্টেট কাউন্সিলর অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) প্রধান কার্যালয়ে ‘তল্লাশি অভিযান চালিয়ে কার্যত তছনছ করেছে’ মিয়ানমারের সামরিক বাহিনী। মঙ্গলবার রাতে সেনা সদস্যরা দরজা ভেঙে জোরপূর্বক সু চির দলীয় কার্যালয়ে প্রবেশ করে। তবে ঘটনার সময় কার্যালয়ে এনএলডি’র কোনো কর্মী উপস্থিত ছিলেন না।

ফেসবুকে নিজস্ব পেইজে এনএলডি জানায়, ‘মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সামরিক বাহিনীর সদস্যরা ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়ে কার্যত তছনছ করে দিয়েছে।’ দলটি অবশ্য এর বেশি কিছু জানায়নি।

সু চির দল এনএলডি’র প্রধান কার্যালয়

গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে এনএলডি।

সূত্র: আলজাজিরা

টিএম