যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি থিওডর রুজভেল্ট। ছবি-রয়টার্স

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি মঙ্গলবার মহড়া চালিয়েছে। বেইজিং প্যারাসেল দ্বীপপুঞ্জের পাশে মার্কিন এক রণতরির মহড়ার কয়েকদিনের মাথায় এই মহড়ার খবর আসলো। আবারও এর নিন্দা জানিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের অভিযোগ তুলেছে বেইজিং।    

গত জুলাইয়ের পর এই ব্যস্ত জলপথে প্রথমবার জোড়া রণতরির মহড়ার তথ্য দিয়ে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে মহড়া চালিয়েছে থিওডর রুজভেল্ট ও নিমিটজ নামের দুটি বিমানবাহী রণতরি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ‘সম্পদের আন্তঃব্যবস্থাপনার পাশাপাশি কমান্ড এবং নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে’ দুই মার্কিন রণতরির মাধ্যমে এই মহড়া চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

তাইওয়ান প্রণালীতে মার্কিন রণতরির মহড়া নিয়ে এমনিতেই চীন-মার্কিন উত্তেজনা চলছে। এরমধ্যে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের মহড়ার পর সেই উত্তেজনা আরও বেড়েছে। এর তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং কর্তৃপক্ষ। 

মার্কিন বিমানবাহিনী রণতরি ইউএসএস নিমিটজ। ছবি-রয়টার্স

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এর নিন্দা জানিয়ে বলেছেন, দক্ষিণ চীন সাগরে ঘন ঘন রণতরি ও যুদ্ধবিমানের মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্ষমতার প্রদর্শন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পরিপন্থী।  

তিনি আরও বলেন, ‘জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে চীন। দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা দিতে এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে কাজ করবে।’  

চীন নিয়ন্ত্রিত প্যারাসেল দ্বীপপূঞ্জে ‘সমুদ্রপথে স্বাধীন অভিযানের’ কথা বলে মার্কিন রণতরি জন ম্যাককেইন মহড়া চালানোর পর এ নিয়ে নিন্দা জানানোর কয়েকদিনের মাথায় দক্ষিণ চীন সাগরে এমন মহড়ার খবর আসল।

রয়টার্স বলছে, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পর মার্কিন বিমানবাহী রণতরির এমন অভিযান এটাই প্রথম। এতে দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে নতুন করে মার্কিন-চীন উত্তেজনা দেখা দিয়েছে।

এএস