মার্কিন ফাইজার ও জার্মান বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকার অনুমোদন দিয়েছে সুইজারল্যান্ডের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সুইসমেডিক। শনিবার (১৯ ডিসেম্বর) সংস্থাটি তাদের ওয়েবসাইটে এ খবর জানায়।  

সিঙ্গাপুরভিত্তিক টেলিভিশন সিএনএ-র অনলাইন প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটি টিকার অনুমোদন দেওয়ার পর দাবি করেছে যে, ‘তারাই বিশ্বের প্রথম দেশ হিসেবে যথাযথ নিয়ম মেনে করোনা টিকার অনুমোদন দিল।’

আবেদন পাওয়ার দুই মাস পর দাখিল হওয়া প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে পরীক্ষার পরই টিকা ব্যবহারের অনুমোদন দিল সুইজারল্যান্ড। ফাইজার টিকার অনুমোদন দিতে এত সময় নেয়নি যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য। 

নিজেদের ওয়েবসাইটে সুইসমেডিক লিখেছে, ‘হাতে আসা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সকল বয়সী মানুষের ক্ষেত্রে এই টিকা কার্যকর। এ ছাড়া সুরক্ষা সংক্রান্ত পরীক্ষাতেও উতরে গেছে এই টিকা।’ 

সুইসমেডিকের পরিচালক রাইমুদ ব্রুহিন বলেন, ‘অনুমোদনের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তগুলোর অন্যতম ছিল রোগীর সুরক্ষার বিষয়টি। বিশেষ করে সেসব ক্ষেত্রে, যেখানে টিকার অনুমোদন নিয়ে উদ্বেগ রয়েছে।’

উল্লেখ্য, টিকার অনুমোদনের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও মার্কিন কোম্পানি মডার্নার তৈরি কোভিড-১৯ টিকার আবেদন এখন পর্যালোচনা করে দেখছে সুইসমেডিক।

এইচএকে/এএস