এবার মডার্নার টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
জরুরি ব্যবহারের জন্য মার্কিন কোম্পানি মডার্নার উদ্ভাবিত কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি যুক্তরাষ্ট্রে ব্যবহারের অনুমোদন পাওয়া করোনার দ্বিতীয় টিকা। খবর বিবিসি ও রয়টার্সের।
যুক্তরাষ্ট্র ১২ ডিসেম্বর প্রথম করোনা টিকা হিসেবে ফাইজার-বায়োএনটেক টিকার অনুমোদন দেয়।
বিজ্ঞাপন
শুক্রবার মডার্নার টিকার অনুমোদন দেওয়ার আগে গত ১২ ডিসেম্বর দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) প্রথম করোনা টিকা হিসেবে ফাইজার-বায়োএনটেক তৈরি টিকার অনুমোদন দেয়।
অভিনন্দন, আপনাদের হাতের নাগালেই এখন মডার্নার টিকা
ডোনাল্ড ট্রাম্প
বিজ্ঞাপন
করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ৩ লাখ ৭ হাজার জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। এমন পরিস্থিতি দ্বিতীয় কোনো করোনা টিকার অনুমোদনকে ইতিবাচকভাবে দেখছেন দেশটির মানুষ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে তাৎক্ষনিক এক টুইটার বার্তায় বলেন, ‘অভিনন্দন, আপনাদের হাতের নাগালেই এখন মডার্নার টিকা’।
সোমবার স্বাস্থ্যকর্মীদের টিকা প্রদানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়
সম্প্রতি শেষ হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন বলেন, ‘দুর্যোগ কেটে যাচ্ছে, আসন্ন দিনগুলো আমাদের উজ্জল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।’ উল্লেখ্য, আগামী সোমবার টিকা নেবেন তিনি।
সোমবার স্বাস্থ্যকর্মীদের টিকা প্রদানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। অগ্রাধিকার তালিকায় স্বাস্থ্যকর্মীদের পরেই রয়েছেন দীর্ঘমেয়াদে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন জটিলতায় ভোগা বয়স্ক লোকজন।
টিকাদান কর্মসূচিতে বিশৃঙ্খলা এড়াতে কাদেরকে অগ্রাধিকারভিত্তিতে টিকা দেওয়া হবে, রোববার সে বিষয়ক একটি নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এক্সপার্ট প্যানেল।
গত সপ্তাহে এফডিএ ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয়ার পর বৃহস্পতিবার মডার্নার টিকা অনুমোদনে এফডিএ কে সুপারিশ করে ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এক্সপার্ট প্যানেল।
দুর্গম এলাকাসমূহ; বিশেষ করে গ্রামাঞ্চলের হাসপাতালেগুলোতে মডার্নার টিকা দেয়া হবে। কেননা ফাইজারের মতো মডার্নার টিকা সংরক্ষণ বা সরবরাহের জন্য চরম শীতল অবস্থা বজায় রাখতে হয় না। অতি শীতল অবস্থার জন্য এর সরবরাহ ও মজুতের জন্য বিশেষ রেফ্রিজারেটরের প্রয়োজনও হয় না।
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশের পরই এই টিকার অনুমোদন দিল এফডিএ।
যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে টিকা’র আওতায় আনার লক্ষ্যে চলতি সপ্তাহে শুরু হওয়া এই কর্মসূচির প্রথম দফায় স্বাস্থ্যকর্মীদের ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু হয়েছে। ফাইজার এবং বায়েএনটেকের টিকায় যে প্রযুক্তি অনুসরণ করা হয়েছে সেই একই প্রযুক্তির সহযোগিতায় প্রস্তুত করা হয়েছে মডার্নার টিকা।
ধারণা করা হচ্ছে, সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের ১৮ বছর ও তার চেয়ে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ টিকার পাশাপাশি মডার্নার টিকাও ব্যবহার করা হবে।
এ প্রসঙ্গে এফডিএ কমিশনার স্টেফান এম হান এক বিবৃতিতে বলেন, ‘বৈশ্বিক এই মহামারির কারণে প্রতিদিন যুক্তরাষ্ট্রে অসংখ্য প্রাণহানি হচ্ছে। হাসপাতালে ভর্তি হচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। এমন একটি দুর্যোগময় পরিস্থিতে এই দুটি টিকার অনুমোদন দিয়ে চলমান কোভিড ১৯ প্রতিরোধের লড়াইকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিল এফডিএ।’
মডার্নার টিকার পরীক্ষায় দেখা গেছে, শরীরের যেখানে টিকা দেয়া হচ্ছে তার আশপাশে সামান্য ব্যথা বা অস্বস্তি ব্যতীত বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই করোনাভাইরাসের বিরুদ্ধে এই টিকা ৯৫ শতাংশ কার্যকর।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের দুর্গম এলাকাসমূহ; বিশেষ করে গ্রামাঞ্চলের হাসপাতালেগুলোতে মডার্নার টিকার ডোজগুলো ব্যবহার করা হবে। কেননা হিমায়িত অবস্থায় এই টিকা সংরক্ষণ এবং পরিবহন করা হলেও এ ক্ষেত্রে ফাইজার-বায়োএনটেকের টিকা সংরক্ষণ ও পরিবহনে যে অতিমাত্রায় শীতল আবহাওয়া আবশ্যক, মডার্নার ক্ষেত্রে তার প্রয়োজন হয় না। সাধারণ রেফ্রিজারেটরে এই টিকা সংরক্ষণ ও পরিবহন করা সম্ভব।
মডার্নার করোনার টিকারও দুটি ডোজ নিতে হবে। প্রথম ডোজ গ্রহণের ২৮ দিন পর নিতে হবে দ্বিতীয় ডোজ।
প্রাদুর্ভাব শুরুর এক বছরেরও কম সময়ের মধ্যে কোভিড-১৯ এর টিকা আবিষ্কার নিঃসন্দেহে একটি অভূতপূর্ব বৈজ্ঞানিক সাফল্য; যদিও টিকার কার্যকারিতা নিয়ে দেশটির জনগণের মধ্যে কিছুটা সংশয় এখনো রয়ে গেছে।
চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে টিকার ৫৯ লাখ ডোজ সরবরাহ করবে মডার্না
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলেন, ‘আমি আশা করছি, টিকা সহজলভ্য হওয়ার পর যুক্তরাষ্ট্রের সকল নাগরিক তা গ্রহণ করে নিজেদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করবেন। এর মাধ্যমেই আসলে আমাদের দেশ এই রোগের প্রকোপ কাটিয়ে উঠবে এবং সামনে এগিয়ে যাবে’।
মডার্নার টিকার পরীক্ষায় দেখা গেছে, শরীরের যেখানে টিকা দেয়া হচ্ছে তার আশপাশে সামান্য ব্যথা বা অস্বস্তি ব্যতীত বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই করোনাভাইরাসের বিরুদ্ধে এই টিকা ৯৫ শতাংশ কার্যকর।
মডার্না জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রকে এই বছর দুই কোটি এবং আগামী বছরের জুন নাগাদ ২০ কোটি ডোজ টিকা সরবরাহ করবে
এক বছরেরও কম সময়ের মধ্যে মহামারি আকারে বিশ্বে ছড়িয়ে পড়া করোনার টিকা প্রস্তুত করতে মডার্নার অংশীদার বা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে যুক্তরাষ্ট্রের দেশটির জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউট।
চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই টিকার ৫.৯ মিলিয়ন (৫৯ লাখ) ডোজ বিতরণে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে কাজ করছে বায়োটেক কোম্পানি মডার্না।
এ বছর যুক্তরাষ্ট্রকে দুই কোটি (২০ মিলিয়ন) ডোজ টিকা সরবহরাহ করতে পারবে বলে জানিয়েছে মডার্না। সরকারের সঙ্গে তাদের চুক্তি অনুযায়ী ২০২১ সালের জুন নাগাদ ২০ কোটি ডোজ টিকা সরবরাহ করবে তারা।
মার্কিন সংক্রামক রোগ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান বারবারা আলেকজান্ডার বলেন, ‘অনুমোদিত এই দুটি টিকা নেয়া, সামাজিক দূরত্ব এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা অচিরেই এই মহামারিকে বিদায় জানাতে পারব’।
এসএমডব্লিউ/এএস