বিশ্বজুড়ে সংক্রমণের গতি কমে যাওয়া এবং বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি শুরু হওয়া মানেই করোনাভাইরাস থেকে আমাদের মুক্তি মিলছে- এমন ভাবনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রোগ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান অ্যান্ড্রিয়ে অ্যামন। তিনি বলেছেন, করোনাভাইরাসকে দীর্ঘকাল ধরে মোকাবেলার প্রস্তুতি বিশ্ববাসীর রাখতে হবে।

সম্প্রতি ফ্রান্সের বার্তাসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান অ্যান্ড্রিয়ে অ্যামন বলেন, ‘যেহেতু এই ভাইরাসটি মানবদেহের সঙ্গে বেশ ভালোভাবেই নিজেকে মানিয়ে নিয়েছে, তাই আমার মনে হয় এটা থেকে যাবে এবং এ বিষয়ে আমাদের প্রস্তুতি থাকা প্রয়োজন।’

এক বছরে ১০ কোটির বেশি মানুষকে আক্রান্ত আর ২৩ লাখের বেশি প্রাণহানি ঘটিয়ে এখন কোভিড-১৯ মহামারীর প্রকোপ কমার ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্প্রতি গত চার সপ্তাহ ধরে সংক্রমণের হারে এবং দুই সপ্তাহ ধরে মৃত্যুর হারে নিম্নগতির তথ্য তুলে ধরে বলেছিল, এই প্রবণতা ‘উৎসাহব্যঞ্জক’। এএফপির এ বিষয়ক ডাটাবেজের তথ্য বলছে, শুরুর দিককার তুলনায় গতমাসে করোনা সংক্রমণের গতি হ্রাস পেয়েছে ৪৪.৫ শতাংশ।

তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি বড় অংশ বলছেন, দ্রুত ও সুষ্টুভাবে সবগুলো দেশে টিকাদান কর্মসূচি শেষ হওয়ার আগ পর্যন্ত এই ভাইরাস দুর্বল হবে না। সম্প্রতি এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক অঙ্গণে সুপরিচিত চিকিৎসা সাময়িকী ল্যানসেটে। সেখানে বলা হয়েছে, ‘বৈশ্বিক পর্যায়ে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে কয়েক বছর লেগে যেতে পারে।’

সাক্ষাৎকারে অ্যান্ড্রিয়ে অ্যামন বলেন, ‘এটাই প্রথম ভাইরাস নয়, যেটি আমাদের সঙ্গে থেকে যাচ্ছে। ভাইরাসের ক্ষেত্রে এটা ব্যতিক্রমও নয়।”

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে সার্স জাতীয় এই ভাইরাস মানবদেহে সংক্রমিত হওয়ার পর দ্রুতই ছড়িয়ে পড়ে দেশে দেশে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা পাল্লা দিয়ে বাড়তে থাকে। শনিবার পর্যন্ত বিশ্বে ১০ কোটি ৮১ লাখেরও বেশি মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে, আর মৃত্যু ঘটেছে ২৩ লাখ ৮০ হাজার জনের।

সূত্র: এনডিটিভি

এসএমডব্লিউ