মহামারির প্রকোপ অবসানের লক্ষ্যে বিশ্বের অনেকে দেশে টিকাদান কর্মসূচি শুরুর মধ্যেই শনিবার অতিসংক্রামক কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা সাড়ে ৭ কোটি ছাড়িয়েছে। 

প্রথম দেশ হিসেবে এ মাসেই ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য। এর পর যুক্তরাষ্ট্রও ওই টিকার অনুমোদন দেয়। গতকাল শনিবার যুক্তরাষ্ট্র মডার্নার তৈরি করোনা টিকারও অনুমোদন দিয়েছে। 

কোভিড-১৯ রোগী যথাক্রমে ইউরোপে ২ কোটি ১০ লাখ ৬০ হাজার, উত্তর আমেরিকায় ১ কোটি ৭০ লাখ ৯০ হাজার, লাতিন আমেরিকায় ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার, এশিয়ায় ১ কোটি ৩০ লাখ এবং আফ্রিকায় ২৫ লাখ।

রয়টার্স জানিয়েছে, মহামারি করোনার প্রকোপ গত নভেম্বরে ছিল সর্বোচ্চ। গত মাসে এক কোটি ৮৬ লাখ ৬৫ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর এর আগে এক মাসে এত রোগী শনাক্ত হয়নি। 

সর্বোচ্চ দুই কোটি ১০ লাখ ৬০ হাজার রোগী নিয়ে শীর্ষে আছে ইউরোপ। এরপর যথাক্রমে উত্তর আমেরিকা এক কোটি ৭০ লাখ ৯০ হাজার, লাতিন আমেরিকা এক কোটি ৪০ লাখ ৫০ হাজার এবং এশিয়ায় এক কোটি ৩০ লাখ।  

ইউরোপে গত পাঁচ দিনে দশ লাখ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। রাশিয়া এবং ফ্রান্সে মোট সংক্রমণ ৫০ লাখের বেশি। এ ছাড়া ইতালি আর যুক্তরাজ্য; এই দুই দেশ মিলে মোট প্রায় ৪০ লাখ সংক্রমণ শনাক্ত হয়েছে।  

বিশ্বের ৪ শতাংশ মানুষের বাস হলেও মোট সংক্রমণের ২৩ শতাংশই যুক্তরাষ্ট্রে

প্রথম দেশ হিসেবে গত সোমবার করোনায় তিন লাখের বেশি মৃত্যুর দুঃখজনক মাইলফলক পেরোয় যুক্তরাষ্ট্র। গত সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে রয়টার্স জানাচ্ছে, দেশটিতে প্রতিদিন আড়াই হাজারের বেশি প্রাণহানি হচ্ছে।  

তবে এর মধ্যে আশার খবর হলো, যুক্তরাষ্ট্রজুড়ে হাসপাতালগুলোতে গত সোমবার থেকে ফাইজার-বায়োএনটেক টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শুরুর অপেক্ষায় রয়েছে অনুমোদন পাওয়া মডার্নার টিকাও। 

শনিবার ভারতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে

১৭ লাখ কোভিড-১৯ রোগী নিয়ে আক্রান্তে বরাবরের মতো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর সবচেয়ে বেশি রোগী যথাক্রমে ভারত ও ব্রাজিলে। বিশ্বের ৪ শতাংশ মানুষের বাস হলেও মোট সংক্রমণের ২৩ শতাংশই যুক্তরাষ্ট্রে। 

বুধবারও একদিনে ৭০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্র এবং ভারতের পর ব্রাজিলেই রোগী সবচেয়ে বেশি। এ ছাড়া ১ লাখ ৮০ হাজার মৃত্যু নিয়ে মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পর দেশটির অবস্থান। 

এদিকে শনিবার ভারতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। তবে আশার খবর হলো, জানুয়ারিতে শুরু করে ছয় থেকে আট মাসের মধ্যে দেশটি ৬০ কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা করছে। 

এএস