চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা

মাস্ক না পরে সেলফি তুলে সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় ৩ হাজার ৫০০ ডলার (প্রায় তিন লাখ টাকা) জরিমানা গুনেছেন চিলি’র প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) তিনি নির্ধারিত জরিমানার টাকা পরিশোধ করেছেন।

দেশে করোনা সংক্রমণের উচ্চহারের প্রেক্ষিতে জনসমক্ষে মাস্ক পরার বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছিল চিলি সরকার। এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটলে জরিমানা-জেলের বিধানও রাখা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্কবিহীন ছবিটি ভাইরালের ঘটনায় অবশ্য ক্ষমা চেয়েছেন পিনেরা। এ প্রসঙ্গে তিনি জানান, কাশাগুয়া শহরে নিজ বাড়ি সংলগ্ন সমুদ্রতীরে একা একা হাঁটাহাঁটি করছিলেন তখন এক নারী তাকে চিনে ফেলেন এবং তার সঙ্গে একটি সেলফি তুলতে অনুরোধ করেন। সেই অনুরোধে সাড়া দিয়েই ওই নারীর সঙ্গে সেলফি তুলেছিলেন তিনি।

সেলফিতে দেখা গেছে প্রেসিডেন্ট পিনেরা এবং ওই নারী– কারও মুখেই মাস্ক ছিল না।

নারীর সঙ্গে মাস্কবিহীন সেই সেলফি

 

এর আগে গতবছর চিলির রাজধানী সান্তিয়াগোতে যখন অসাম্য ও বৈষম্যবিরোধী আন্দোলন চলছিল, তখন একটি পিৎজা পার্টিতে উপস্থিতির ছবি প্রকাশ্যে এলে সমালোচনার শিকার হয়েছিলেন পিনেরা। করোনাভাইরাস মহামারির কারণে দেশব্যাপী কঠোর লকডাউন শুরু হলে আন্দোলনকারীরা ঘরে ফিরে যায়। তখন বিক্ষোভকারীদের আন্দোলনের সেই চত্বরে গিয়ে ছবি তোলেন তিনি যা সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

দক্ষিণ গোলার্ধের দেশ চিলিতে সংক্রমণের উল্লম্ফন ঘটে চলতি বছর শীতকালে, মে ও জুন মাসে। এরপর গত নভেম্বরে সংক্রমণের হার কিছুটা কমলেও সম্প্রতি তা আবার বাড়তে থাকায় নতুন কিছু বিধিনিষেধ আরোপসহ দেশের বিভিন্ন স্থানে মানুষদের ঘরবন্দি (কোয়ারেন্টাইন) থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গত মার্চ মাস থেকে দেশটিতে কোভিড মহামারি দেখা দেওয়ার পর এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ হাজার ৫১ জন, আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে ৫ লাখ ৮১ হাজার ১৩৫।

সূত্র: ইনক্যুরিয়ার.নেট

এসএমডব্লিউ/এফআর