মধ্যপ্রদেশে রাস্তার বাস খালে, নিহত ৪০
ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী একটি বাস খালে পড়ে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। বাসটিতে যাত্রী ছিলেন আনুমানিক ৬০ জন। মঙ্গলবার রাজ্যের সিধি জেলায় সেতু থেকে বাসটি খালে পড়লে এ দুর্ঘটনা ঘটে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, দুর্ঘটনায় বাসটি খালে পতিত হলে সাত যাত্রীসহ বাসটির চালক কোনোমতে পাররে উঠে জীবন বাঁচাতে সক্ষম হন। বাকি যাত্রীদের খোঁজে উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর তদন্ত কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশে রাজ্য সরকার। প্রত্যক্ষদর্শীরা বলছেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সেতুর প্রাচীরে আঘাত হানার পর সারদা ক্যানাল নামের খালটিতে পতিত হয়।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবারের ওই বাস দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম তদারকি করার জন্য তার সরকারের দুজন মন্ত্রী দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
বিজ্ঞাপন
মধ্যপ্রদেশের ওই সড়ক দুর্ঘটনায় খবরে শোক প্রকাশ করে একটি টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দুর্ঘটনার শিকার ব্যক্তিদের পরিবারের প্রতি তার শোক ও সমবেদনা জানিয়েছেন ওই টুইট বার্তায়।
— PMO India (@PMOIndia) February 16, 2021
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাস দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিবিসি জানিয়েছে, বাসটি মধ্যপ্রদেশের সিধি থেকে সাতনা জেলার উদ্দেশে যাচ্ছিল।
উল্লেখ্য, ভারতে ছোট ছোট শহরগুলোতে যোগাযোগের অন্যতম একটি মাধ্যমে বাস। কিন্তু বাস চলাচলে সুরক্ষার বিষয়টি সব সময় মানা হয় না। ফলে প্রায়শই দেশটিতে বাস দুর্ঘটনায় অগনতি মানুষের হতাহতের খবর পাওয়া যায়।
এএস