ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) প্রবীণ নেতা রাজনীতিবিদ শারদ পাওয়ারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় দেশটির মহারাষ্ট্র প্রদেশের বিজেপির মুখপাত্র বিনায়ক আম্বেদকরকে চড় মেরেছেন তার দলেরই এক কর্মী।

এর আগে, শনিবার এনসিপি প্রধান শারদ পাওয়ার সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মারাঠি অভিনেত্রী কেতকী চিতালে এবং নিখিল ভামরে নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

এবার পওয়ার সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র বিনায়ক আম্বেদকরের বিরুদ্ধে। পাওয়ার সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় এনসিপি কর্মীদের হাতে মারও খেতে হল তাকে। দলের কর্মীর হাতে বিনায়কের মুখে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, বিনায়কের অফিসে ঢুকে তার গালে সপাটে চড় কষিয়ে দেন এনসিপির একজন কর্মী। সেই ভিডিও প্রকাশ্যে আসার পর রাজ্যের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। যে ভিডিও নেটমাধ্যমে ছড়িয়েছে তাতে দেখা যাচ্ছে, নিজের কার্যালয়ে বসে আছেন বিনায়ক। বাগবিতণ্ডা চলছিল। তার মাঝেই একজন সপাটে চড় কষালেন বিনায়কের বাম গালে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।

বিনায়কের অভিযোগ, এক ব্যক্তি কর সংক্রান্ত পরামর্শ নেওয়ার জন্য তাকে ফোন করেন। সেই ফোনের কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তি টপ্রায় ২০ জনের একটি দল নিয়ে তার কার্যালয়ে হাজির হন। বাগবিতণ্ডার মাঝে এনসিপির এক কর্মী তার গালে চড় মারেন।

শুধু তাই নয়, পাওয়ার সম্পর্কে আপত্তিকর পোস্ট কেন করেছেন তা নিয়েও শাসানো হয়। বিনায়কের অভিযোগ, এনসিপি সাংসদ গিরিশ বাপট এই পোস্টের জন্য তাকে ক্ষমা চাইতেও বলেন। পাওয়ার সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় আগেই পুলিশে অভিযোগ করেছিলেন এনসিপির কর্মীরা।

এসএস