হাসপাতালে ‘ডিউক অব এডেনবার্গ’ প্রিন্স ফিলিপ
অসুস্থ বোধ করায় ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে’ স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ‘ডিউক অব এডেনবার্গ’ প্রিন্স ফিলিপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস থেকে বিবৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
লন্ডনের কিং এডওয়ার্ড হাসপাতালে ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপকে ভর্তি করা হয়েছে বলে রাজপ্রাসাদ থেকে দেওয়া বিবৃতির বরাতে জানিয়েছে ব্রিটিশ সরকারি সম্প্রচারমাধ্যম বিবিসি।
বিজ্ঞাপন
রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে, অসুস্থ হওয়ার পর সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে প্রিন্স ফিলিপকে হাসপাতালে নেওয়া হয়। পর্যবেক্ষণ ও পরীক্ষার জন্য কয়েক হাসপাতালে থাকতে হতে পারে তাকে।
সূত্রের বরাতে বিবিসি আরও জানিয়েছে, কয়েকদিন ধরে প্রিন্স ফিলিপ অসুস্থ কিন্তু তার এই অসুস্থতা করোনাভাইরাস সংক্রান্ত নয়।
বিজ্ঞাপন
বিবিসিকে সূত্র আরও জানিয়েছে, হাসপাতালে ভর্তি হলেও তার কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয়নি। প্রিন্স ফিলিপের স্ত্রী অর্থাৎ রানি দ্বিতীয় এলিজাবেথ উইন্ডসর প্যালেসেই রয়েছেন।
এএস