ব্রাজিলে করোনায় মৃত এক ব্যক্তির স্বজনের আহাজারি। আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৪ লাখ ২৯ হাজার। এছাড়া শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১১ কোটি। তবে গত এক সপ্তাহে বিশ্বে করোনার সংক্রমণ ১৬ শতাংশ কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জন্স হপকিন্স ইউনিভার্সিটি (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৪ লাখ ২৯ হাজার ৬৬৯ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার ৫৫৫ জনে।

করোনায় মৃত ব্যক্তির স্বজনদের আহাজারি

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে প্রায় ২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার আক্রান্ত এবং ৪ লাখ ৯০ হাজার ৪৪৭ জন মারা গেছেন। দক্ষিণ এশিয়ার দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যার দিক দিয়ে চতুর্থ অবস্থানে। অন্যদিকে আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৯১৩ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী প্রায় ৯৯ লাখ ৭৯ হাজার এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০ জনের। যুক্তরাষ্ট্রের প্রতিবেশি মেক্সিকো ১ লাখ ৭৭ হাজার ৬১ জনের মৃত্যু নিয়ে তালিকায় তিন নম্বরে থাকলেও রোগীর সংখ্যা নিয়ে আছে ১৩তম অবস্থানে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৫৬৩ জন।

এছাড়া যুক্তরাজ্য এখন পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ১৫৯ জন, ইতালিতে ৯৪ হাজার ৫৪০ জন, ফ্রান্সে ৮৩ হাজার ২৭১ জন, রাশিয়ায় ৮০ হাজার ১১৮ জন, জার্মানিতে ৬৬ হাজার ৪২৭ জন, স্পেনের ৬৬ হাজার ৩১৬ জন এবং ইরানে ৫৯ হাজার ১৮৪ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাস আক্রান্ত এক ব্যক্তিকে প্রথম শনাক্ত করা হয়। এরপর গত বছরের ১১ মার্চ করোনাকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে গত এক সপ্তাহে সারা বিশ্বে করোনার সংক্রমণ ১৬ শতাংশ কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, গত পাঁচ সপ্তাহ ধরে করোনাভাইরাসের সংক্রমণ কমছে। এসময়ে সংক্রমণ রীতিমতো অর্ধেকে নেমে এসেছে। আর গত সপ্তাহে বিশ্বব্যাপী ভাইরাসের সংক্রমণ কমেছে ১৬ শতাংশ।

সংস্থাটি জানিয়েছে, আফ্রিকায় সংক্রমণ কমেছে ২০ শতাংশ, পশ্চিম প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলে সংক্রমণ কমেছে ২০ শতাংশ। ইউরোপে কমেছে ১৮ শতাংশ, আমেরিকায় কমেছে ১৬ শতাংশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৩ শতাংশ।

বিশ্বে করোনার সংক্রমণ ১৬ শতাংশ কমেছে বলে জানিয়েছে ডব্লিউএইচও

তবে এই সময়ের মধ্যে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে করোনার সংক্রমণ বেড়েছে। এ অঞ্চলে করোনার সংক্রমণ বেড়েছে ৭ শতাংশ। এছাড়া রাশিয়ায় ১১ শতাংশ, যুক্তরাষ্ট্রে ২৩ শতাংশ এবং যুক্তরাজ্যে ২৭ শতাংশ  সংক্রমণ কমেছে।

টিএম