পাঞ্জাবের ভোটে বিজেপি ধরাশায়ী
ভারতের পাঞ্জাব রাজ্যের পৌরসভা নির্বাচনে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির ভরাডুবি হয়েছে। পাঞ্জাবের ক্ষমতাসীন দল কংগ্রেসের পাশাপাশি ভালো ফল করেছে নির্দলীয় প্রার্থীরাও। কিন্তু ধরাশায়ী হয়েছে বিজেপি। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।
ভোটে বিজেপির সাবেক সহযোগী শিরোমণি আকালি দলও ধাক্কা খেয়েছে। বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে চলমান কৃষক আন্দোলনের অভিঘাতে গেরুয়া শিবিরে এই বিপর্যয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
পাঞ্জাবের শহরাঞ্চলে বিজেপির উপস্থিতি এত বছর লক্ষণীয় থাকলেও এই ভোটে দলটির অস্তিত্ব প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তবে এবারের পৌর ভোটে দীর্ঘদিন পর ভারতের প্রধান দুই দল আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করলো।
ভোট হয়েছিল গত ১৪ ফেব্রুয়ারি। বুধবার সকাল থেকে পাঞ্জাবের ৮টি করপোরেশন, ১০৯টি পৌর পরিষদ ও নগর পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত প্রকাশিত ৮০টির মধ্যে কংগ্রেস জিতেছে ৬৫টি। অপরদিকে ৫টিতে জয়ে পেয়েছে বিজেপি ছেড়ে আসা আকালি দল।
বিজ্ঞাপন
একক শক্তিতে কিংবা নির্দলীয়দের সঙ্গে নিয়ে পঠানকোট, বাটালা, হোশিয়ারপুর, অবোহর, ভাতিন্ডা, কপূরথলা, মোগা করপোরেশন দখল করতে চলেছে কংগ্রেস। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিজেপি প্রার্থীরা জিতেছেন মাত্র ৭টি আসনে।
অকালি দলের ঘাঁটি হিসেবে পরিচিত ভাতিন্ডায় প্রায় ৫৩ বছর পর জয় পেয়েছে কংগ্রেস। অথচ দলটির প্রধান সুখবীর বাদলের স্ত্রী এই আসনের এমপি। সুখবীরের ভাই মনপ্রীত ভাতিন্ডার ভোটদাতাদের অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেছেন, ‘ভাতিন্ডাবাসী আজ ইতিহাস তৈরি করলেন’।
এএস