জনসন অ্যান্ড জনসনের টিকা দিয়ে গণটিকাদান কর্মসূচি শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। বুধবার বিকেলে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনের জেলা হাসপাতলে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে টিকা দেওয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে সেখানে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে সিরিল রামাপোসা বলেন, ‘টিকাদানের তালিকায় প্রথমে রয়েছেন দেশের স্বাস্থ্যকর্মীরা। দক্ষিণ আফ্রিকার ৫ লাখ স্বাস্থ্যকর্মীকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এ কর্মসূচি সফল করতে প্রাথমিক ভাবে জনসন অ্যান্ড জনসনের ৮০ হাজার টিকার ডোজ মজুত করা হয়েছে দেশে।’   

টিকাদান কর্মসূচির জন্য জনসন অ্যান্ড জনসনের টিকা বেছে নেওয়ার কারণ হিসেবে বিবৃতিতে রামাফোসা বলেন, ‘ইতোমধ্যে এটি প্রমাণিত হয়েছে জনসন এবং জনসনের টিকা যথেষ্ট নিরাপদ এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।’

এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দক্ষিণ আফ্রিকায় গণটিকাদান কর্মসূচি শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছিল; কিন্তু দেশটিতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনের বিরুদ্ধে এই টিকা যথেষ্ট কার্যকর বলে প্রমাণিত না হওয়ায় কর্মসূচি স্থগিত করেছিল দেশটির সরকার।

জনসন অ্যান্ড জনসন এক ডোজের করোনা টিকা; অর্থাৎ অন্যান্য টিকার ক্ষেত্রে যেখানে টিকা গ্রহণকারীকে দুই ডোজ টিকা নিতে হয় সেখানে জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকাই মানবদেহে করোনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রোটিন গড়ে তুলতে সক্ষম। এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়াও অনেক কম বলে পরীক্ষার রিপোর্টে জানা গেছে।

সূত্র: রয়টার্স

এসএমডব্লিউ