তেল ছড়িয়ে ইসরায়েল উপকূলে ভয়াবহ দূষণ
তেলের মাধ্যমে পানিতে মিশে যাওয়া ক্ষতিকর পদার্থের কারণে মারাত্মক দূষিত অবস্থা ধারণ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলের বেশিরভাগ অঞ্চল। কর্মকর্তারা একে দেশটির সবচেয়ে মারাত্মক পরিবেশ বিপর্যয় বলে অভিহিত করছেন।
বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়ে লিখেছে, উপকূলের এসব দূষিত পদার্থ পরিস্কার করার চেষ্টা করছেন হাজার হাজার স্বেচ্ছাসেবক ও সেনা সদস্য। ভয়াবহ এই দূষণের কারণে বন্যপ্রাণীর জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
ভয়াবহ এই দূষণের উৎসের খোঁজ করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েলের সরকারি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, তেলবাহী জাহাজ-ট্যাংকার থেকে তেল ছিঁটকে পড়ার মাধ্যমেই এই দূষণের তৈরি হয়েছে।
উপকূলজুড়ে এমন দূষণ দেখা দেওয়ার পর সাধারণ মানুষকে সমুদ্র সৈকতে যেতে বারণ করে দিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
ভূমধ্যসাগরে ইসরায়েলের ১৯০ কিলোমিটার লম্বা উপকূলে দূষিত এসব পদার্থের কয়েক টন খণ্ড পাওয়া গেছে। তেলের মাধ্যমে তৈরি পিচের মতো শক্ত এসব ক্ষতিকর বস্তু পরিস্কার করতে কয়েক মাস এমনকি বছরও লাগতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।
ইসরায়েলের উপকূলে তেলে ভিজে যাওয়া কচ্ছপ ও পাখি উদ্ধারের কথা জানিয়েছে বেশ কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা।
বিবিসির সোমবারের অনলাইন প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের নেচার অ্যান্ড পার্ক কর্তৃপক্ষ বলছে, এই দূষণ ইসরায়েলের ইতিহাসের ‘সবচেয়ে মারাত্মক পরিবেশ বিপর্যয়গুলোর মধ্যে একটি’।
ধারণা করা হচ্ছে, গত ১১ ফেব্রুয়ারি ঝড়ের সময় উপকূলের প্রায় ৫০ কিলোমিটার দূরের একটি জাহাজ থেকে ছিটকে পড়া তেল এই দূষণের উত্স। স্যাটেলাইট চিত্র ও ঢেউয়ের তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে দায়ী জাহাজটিকে চিহ্নিত করার চেষ্টা করছে দেশটির কর্তৃপক্ষ।
ইসরায়েলের পরিবেশ সংরক্ষণ বিষয়ক মন্ত্রী গিলা গামিলিয়েল বলেছেন, নয়টি জাহাজের তদন্ত চলছে।
ইসরায়েলের সরকার ক্ষতিপূরণের জন্য আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে; যা কয়েক মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত সমুদ্র সৈকতগুলো একটি পরিদর্শন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
গত বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণের একটি সমুদ্র সৈকতে ১৭ মিটার লম্বা একটি তিমি মৃত অবস্থায় পাওয়া যায়। নেচার অ্যান্ড পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তে জানা গেছে তেল ভিত্তিক একটি কালো তরল পদার্থ মৃত তিমিটির দেহে পাওয়া গেছে।
তবে সরকারি এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, তেল ছড়িয়ে পড়ার কারণে তরলটি এসেছে কিনা তা এখনই বলা আগাম হয়ে যাবে।
এএস