ইসরায়েলি প্রযুক্তিতে স্বাভাবিক হবে জনজীবন?
যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। লোকসমাগম কম থাকায় যন্ত্রটিতে সবুজ আলো জ্বলছে
দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী চলছে করোনাভাইরাস মহামারি। বেশ কয়েকটি টিকা আবিষ্কার এবং মানুষের মধ্যে তা প্রয়োগের কাজ চললেও মহামারি নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। তবে এরপরও মানুষ আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে ব্যাকুল। আর এই কাজে সহায়ক হতে পারে ইসরায়েলি একটি প্রযুক্তি।
করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে সবচেয়ে বেশি প্রয়োজন মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা; অর্থাৎ এক জায়গায় খুব বেশি মানুষের ভিড় না করা। কিন্তু মহামারির এই পর্যায়ে এসেও যেন নিয়ম মানতে মানুষের আগ্রহ নেই। তবে ইসরায়েলি প্রতিষ্ঠান প্রোটাচ’র উৎপাদিত প্রযুক্তি এক্ষেত্রে সবার জন্য সহায়ক হতে পারে।
বিজ্ঞাপন
ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, দেশটির পেতাখ তিকভা শহরভিত্তিক প্রতিষ্ঠান প্রোটাচ সম্প্রতি এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে; যেটা দিয়ে একসঙ্গে এক জায়গায় বেশি মানুষের ভিড় বা একত্রিত হওয়া প্রতিরোধ করা সম্ভব। প্রোটাচের আবিষ্কৃত যন্ত্রটি খাড়া লম্বা, অনেকটা রাস্তার মোড়ে মোড়ে থাকা ট্রাফিক লাইটের মতো।
গণমাধ্যমটি জানিয়েছে, এই যন্ত্রটি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে কত সংখ্যক মানুষ জড়ো হচ্ছে সেদিকে খেয়াল রাখবে এবং নির্ধারিত সংখ্যার অতিরিক্ত মানুষ একত্রিত হলে বা একে অপরের খুব কাছাকাছি চলে আসলে সেটি জানিয়ে দেবে। মূলত কত জন মানুষ ওই নির্দিষ্ট স্থানের মধ্যে জড়ো হতে পারবে সেটা স্থানীয় স্বাস্থ্যবিধি অনুসারে যন্ত্রটিতে আগেই নির্দেশনা দিয়ে রাখা যাবে।
বিজ্ঞাপন
যন্ত্রটির আশেপাশে কমসংখ্যক মানুষ অবস্থান করলে সেটাতে সবুজ রংয়ের আলো জ্বলে থাকবে। এরপর সেখানে যত বেশি মানুষ আসবে, সেটার ভিত্তিতে যন্ত্রটি ধীরে ধীরে হলুদ ও একপর্যায়ে লাল রং ধারণ করবে। এর অর্থ- সবাইকে একে অপরের থেকে বেশ দূরে সরে যেতে হবে। এর ফলে সামাজিক দূরত্ব নিশ্চিত হবে এবং করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিও কমবে।
প্রযুক্তিটি ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে। যার কারণে পরীক্ষামূলকভাবে এই যন্ত্রটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন প্রবেশ পথ, বসার জায়গাসহ লোকসমাগম বেশি হয় এমন স্থানে ব্যবহার করা হচ্ছে। পরীক্ষামূলক ব্যবহার সফল হলে, এটা অন্যান্য স্থানেও ব্যবহার করা শুরু হবে।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, এই প্রযুক্তিতে ক্যামেরা ব্যবহার বা নির্দিষ্ট কোনো মানুষের ওপর নজরদারি করা হয় না। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে যন্ত্রটি তার আশেপাশে বা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকা মানুষের সংখ্যা গণনা করে সেই অনুযায়ী সবুজ, হলুদ বা লাল রং ধারণ করে।
নির্মাণকারী প্রতিষ্ঠান প্রোটাচ বলছে, বড় বড় অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, শপিংমল, স্টেডিয়াম, বিমানবন্দর, রেল স্টেশন, হাসপাতালসহ যন্ত্রটি বিভিন্ন স্থানে ব্যবহার করা যাবে। এর ফলে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণও কমে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: জেরুজালেম পোস্ট
টিএম